জলের বদলে পড়ুয়াদের দেওয়া হল স্যানিটাইজার, অসুস্থ বহু

জলের বদলে পড়ুয়াদের দেওয়া হল স্যানিটাইজার, অসুস্থ বহু

ইয়ামনসি: পড়ুয়াদের সুস্থ, স্বাভাবিক এবং প্রাণবন্ত রাখতে পাঁচ কিলোমিটার হাঁটার প্রতিযোগিতার আয়োজন করেছিল স্কুল কর্তৃপক্ষ। তাতে অংশ নিয়েছিল একাধিক পড়ুয়া। প্রতিযোগিতার জন্য যে পথে হাঁটার ব্যবস্থা করা হয়েছিল সেখানেই কিছুদূর অন্তর অন্তর প্রতিযোগীদের জন্য পানীয় জলসহ একাধিক রিফ্রেশমেন্টের ব্যবস্থা করা হয়েছিল স্কুল কর্তৃপক্ষের তরফ থেকেই। সেই কাউন্টারগুলির দায়িত্বে ছিলেন স্কুলেরই শিক্ষক-শিক্ষিকারা। কিন্তু জলের কাউন্টারগুলি থেকে জলের পরিবর্তে পড়ুয়াদের ভুলবশত দেওয়া হল স্যানিটাইজার। আর তাতেই বিপত্তি। জানা যাচ্ছে জল ভেবে স্যানিটাইজার খেয়ে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতলে ভর্তি হয়েছে ওই স্কুলের একাধিক পড়ুয়া। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো হুলুস্থুলু কান্ড স্কুল চত্বরে। ঘটনাটি ঘটেছে জাপানের ইয়ামনসিতে। কিভাবে ওই স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে এত বড় গাফিলতি হল সেই বিষয়ে প্রশ্ন তুলে ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে ইয়ামনসির প্রশাসনের তরফ থেকেও।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, প্রতিযোগীদের জন্য রাখা জলের কাউন্টারগুলোতে জলের বদলে কোনওভাবে স্যানিটাইজার রেখে দেওয়া হয়েছিল বেশ কয়েকটি কাপে। আর সেগুলিকেই জল ভেবে পান করেন বেশ কয়েকজন পড়ুয়া। স্যানিটাইজার খাওয়ার পরেই তাদের মধ্যে কয়েকজন অসুস্থ বোধ করতে শুরু করে। হাঁটতে হাঁটতে অনেকে বমিও করতে থাকে। সঙ্গে সঙ্গে তাদের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। অসুস্থ পড়ুয়াদের পরীক্ষা করে চিকিৎসকরা জানতে পারেন আসল বিষয়টি। তারাই স্কুল কর্তৃপক্ষকে জানিয়েছেন, পড়ুয়ারা জল ভেবে আসলে স্যানিটাইজার খেয়ে ফেলেছে। আর তার জেরেই এই বিপত্তি ঘটেছে।

 এই ঘটনা প্রকাশ্যে আসতেই রীতিমতো হুলুস্থুলু পড়ে যায় এলাকায়। পড়ুয়াদের অভিভাবকদের রোষের শিকার হন স্কুল কর্তৃপক্ষ তথা স্কুলের শিক্ষক শিক্ষিকারা। শেষে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে জানা যাচ্ছে ইতিমধ্যেই এই ঘটনার একটি পূর্ণ তদন্তের দাবি জানিয়েছেন ইয়ামনসির গভর্নর কোতারা নাগাসাকি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + three =