রাজপুত্রকে বিরুদ্ধে কুৎসা, চাকরি গেল বিবিসির জনপ্রিয় সাংবাদিকের

লন্ডন: ব্রিটিশ রাজ পরিবারের নবাগত সদস্যকে নিয়ে বর্ণবিদ্বেষী মন্তব্য করে চাকরি হারালেন বিবিসির উপস্থাপক। বৃহস্পতিবারই প্রখ্যাত উপস্থাপক ড্যানি বেকারকে বরখাস্ত করা হয়। সদ্যই রাজপুত্র হ্যারি এবং তাঁর স্ত্রী অ্যাফ্রো-আমেরিকান মেগান মার্কেলের একটি পুত্রসন্তান হয়েছে। তার নাম রাখা হয়েছে আর্চি হ্যারিসন মাউন্টব্যাটেন-উইন্ডসর। সেই ঘটনাকে সামনে রেখেই বেকার একটি পোস্ট করেন। তাতে হ্যারি-মেগান একটি শিম্পাঞ্জিকে কোলে নিয়ে

রাজপুত্রকে বিরুদ্ধে কুৎসা, চাকরি গেল বিবিসির জনপ্রিয় সাংবাদিকের

লন্ডন: ব্রিটিশ রাজ পরিবারের নবাগত সদস্যকে নিয়ে বর্ণবিদ্বেষী মন্তব্য করে চাকরি হারালেন বিবিসির উপস্থাপক। বৃহস্পতিবারই প্রখ্যাত উপস্থাপক ড্যানি বেকারকে বরখাস্ত করা হয়। সদ্যই রাজপুত্র হ্যারি এবং তাঁর স্ত্রী অ্যাফ্রো-আমেরিকান মেগান মার্কেলের একটি পুত্রসন্তান হয়েছে। তার নাম রাখা হয়েছে আর্চি হ্যারিসন মাউন্টব্যাটেন-উইন্ডসর। সেই ঘটনাকে সামনে রেখেই বেকার একটি পোস্ট করেন। তাতে হ্যারি-মেগান একটি শিম্পাঞ্জিকে কোলে নিয়ে রয়েছেন।

নীচে লেখা ‘রয়্যাল বেবি লিভস হসপিটাল’ অর্থাৎ ‘রাজ পরিবারের সন্তান হাসপাতাল থেকে বেরোলেন।’ এই ট্যুইট করার পরই নানা মহল থেকে প্রতিবাদের ঝড় ওঠে। তার জেরেই ৬১ বছরের বেকারকে সরিয়ে দেওয়া হয়। বিবিসির এক মুখপাত্র বলেন, ‘ড্যানি খুব ভালো উপস্থাপক ছিলেন। কিন্তু আর তিনি আমাদের সঙ্গে কাজ করবেন না।’ বেকার অবশ্য তাঁর ট্যুইটের জন্য ক্ষমা চেয়ে সাফাইয়ে বলেছেন, ‘এই ধরনের ছবি অন্য কোনও রাজ পরিবারের নবাগতকে নিয়ে বা বরিস জনসনকে নিয়ে বা আমি নিজেকে নিয়েও পোস্ট করতে পারি। এটা একটা মজার ছবি। যাই হোক, আর্চি, ক্ষমা চাইছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *