প্রেমিকাকে সৌদি যুবরাজের আজব উপহার, স্তম্ভিত বিশ্ব

আবুধাবি: তাঁদের প্রেম দীর্ঘদিনের৷ যদিও তা মানতে নারাজ সৌদি আরবের রাজ পরিবার৷ তবে সেই প্রেমের খবর কি আর চাপা থাকে৷ হয়নি৷ গোটা বিশ্ব জুড়ে এখন লিন্ডসের সঙ্গে সৌদি আরবের প্রিন্স মহম্মদ বিন সালমানের প্রেম পর্ব সংবাদ শিরোনামে৷ দু’জনের সম্পর্ক নিয়ে আগেই একাধিক গুঞ্জন রটেছে৷ সোশ্যাল দুনিয়ায় কিন্তু এবার প্রিন্স মহাম্মদ বিন সালমানের প্রেমিকাকে দেওয়া আজব

প্রেমিকাকে সৌদি যুবরাজের আজব উপহার, স্তম্ভিত বিশ্ব

আবুধাবি: তাঁদের প্রেম দীর্ঘদিনের৷ যদিও তা মানতে নারাজ সৌদি আরবের রাজ পরিবার৷ তবে সেই প্রেমের খবর কি আর চাপা থাকে৷ হয়নি৷ গোটা বিশ্ব জুড়ে এখন লিন্ডসের সঙ্গে সৌদি আরবের প্রিন্স মহম্মদ বিন সালমানের প্রেম পর্ব সংবাদ শিরোনামে৷ দু’জনের সম্পর্ক নিয়ে আগেই একাধিক গুঞ্জন রটেছে৷ সোশ্যাল দুনিয়ায় কিন্তু এবার প্রিন্স মহাম্মদ বিন সালমানের প্রেমিকাকে দেওয়া আজব উপহার ঘিরে শুরু হয়েছে নয়া চর্চা৷

জানা গিয়েছে, লিন্ডসের মন জয় করতে বিভিন্ন ধরনের উপহার পাঠিয়েছেন সৌদি যুবরাজ৷ যার মধ্যে রয়েছে একটি গিফ্টরেপ করা ক্রেডিট কার্ড৷ জানা গিয়েছে, ওই ক্রেডিট কার্ডের লিমিট সাধারণ কেন বিশ্বে প্রথম ১০ ধনী ব্যবসায়ীদের কাছেও যথেষ্ট আকর্ষণীয় হবে৷ ওই ক্রেডিট কার্ডে লিমিট ৩৫০ মিলিয়ন মার্কিন ডলার৷ অর্থাৎ ভারতীয় মুদ্রার হিসাবে করলে দাঁড়াবে প্রায় ১২০ লক্ষ কোটি টাকা৷ যদিও প্রকাশ্যে আমেরিকান অভিনেত্রী লিন্ডসে লোহান এই প্রসঙ্গে কোনো মন্তব্য করতে চাননি৷ সম্প্রতি নিউইয়র্ক পোস্টে লিন্ডসের বাবা জানিয়েছেন, ওরা শুধু ভাল বন্ধু৷ মধ্যপ্রাচ্যে লিন্ডসের অনেক ক্ষমতাশালী বন্ধু আছে৷ কারণ ও প্রায়ই ওখানে থাকে৷ মধ্যপ্রাচ্যে কাজের সূত্রেই লিন্ডসের সঙ্গে প্রিন্স সালমানের পরিচয় হয়৷ মধ্যপ্রাচ্যে উদ্বাস্তু মানুষকে সাহায্য করার কাজ করছেন লিন্ডাস৷

বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে, সৌদি যুবরাজ লিন্ডসের সঙ্গে বিবাহসূত্রে আবদ্ধ না হলেও তাঁরা ইতিমধ্যেই একাধিকবার বিদেশ ভ্রমণে গিয়েছেন৷ সেরে ফেলেছেন প্রি-হানিমুন পর্ব৷ শোনা যায়, লিন্ডাস যুবরাজের কারণে ধর্ম ধর্মান্তরিত হয়েছেন৷ ইতিমধ্যেই ব্যক্তিগত বিমানে দু’জনের বিদেশ সফর একসঙ্গে থাকা-খাওয়া এবং বিনোদন সবকিছুই চালিয়ে যাচ্ছেন৷ তবে বিয়ে করতে এখনি নারাজ যুবরাজ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 3 =