ভারতের খনিতে বিপুল লগ্নির ছাড়পত্র সৌদি আরবের

নয়াদিল্লি: ঝিমিয়ে থাকা ভারতীয় অর্থনীতির জন্য সুখবর৷ ভারতের মাটিতে প্রায় ১০০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে চলেছেন সৌদি আরব৷ ভারতীয় মুদ্রায় তার পরিমাণ প্রায় সাড়ে সাত লক্ষ কোটি টাকা৷ ভারতে পেট্রোলিয়াম, পরিকাঠামো, খনি-সহ একাধিক ক্ষেত্রে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব৷ সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, এই প্রসঙ্গে সৌদির রাষ্ট্রদূত মহাম্মদ আলি জানিয়েছেন, লগ্নির জন্য সৌদির প্রথম পছন্দের

ভারতের খনিতে বিপুল লগ্নির ছাড়পত্র সৌদি আরবের

নয়াদিল্লি: ঝিমিয়ে থাকা ভারতীয় অর্থনীতির জন্য সুখবর৷ ভারতের মাটিতে প্রায় ১০০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে চলেছেন সৌদি আরব৷ ভারতীয় মুদ্রায় তার পরিমাণ প্রায় সাড়ে সাত লক্ষ কোটি টাকা৷ ভারতে পেট্রোলিয়াম, পরিকাঠামো, খনি-সহ একাধিক ক্ষেত্রে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব৷

সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, এই প্রসঙ্গে সৌদির রাষ্ট্রদূত মহাম্মদ আলি জানিয়েছেন, লগ্নির জন্য সৌদির প্রথম পছন্দের তালিকায় রয়েছে ভারত৷ তাই ভারতে বড়সড় বিনিয়োগে আগ্রহী সৌদি৷ খুব শীঘ্রই এই নিয়ে বড় কোনও ঘোষণা করা হবে৷ জানা গিয়েছে, সৌদি আরব সরকার এই নিয়ে অনেকদিন ধরেই ভাবনা চিন্তা করছে৷ লগ্নির করার জন্য তারা ভারতকে বেছে নিচ্ছে৷

সাম্প্রতিক সময়ে এদেশে এত বড় মাপের বিদেশি বিনিয়োগ আসেনি বলেই মনে করছেন বিশেষজ্ঞরা৷ এই মুহূর্তে সৌদিআরব এক নম্বর তেল রপ্তানিকারক দেশ৷ তারা অনেকদিন ধরেই ভারতে একাধিক ক্ষেত্রে বিনিয়োগে আগ্রহী বলে শোনা যাচ্ছিল৷ অবশেষে এল তার প্রথম ইঙ্গিত৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *