দুবাই: বন্ধুকে খুনের দায়ে দুই ভারতীয় যুবকের শিরোচ্ছেদ করল সৌদি সরকার! প্রায় দু’মাস আগ ঘটে যাওয়া এই চরম নৃশংস ঘটনা সম্পর্কে কিছুই জানতে পারেনি ভারতীয় দূতাবাস! ২৮ ফেব্রুয়ারি ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে৷
সোশ্যাল মিডিয়ায় আলোড়ন ফেলে দিলেও রিয়াধে অবস্থিত ভারতীয় দূতাবাসকেও কিছু জানাতে রাজি হয়নি৷ এমনকী, মাথা কেটে ফেলা ওই দুই ভারতীয় যুবকের মৃতদেহও তাঁদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে সৌদি প্রশাসন৷
সোমবার বিদেশ মন্ত্রকের তরফে সত্যেন্দ্র কুমার ও হরজিৎ সিং নামের দুই ভারতীয়র মৃত্যু সংবাদ জানানো হয় তাঁদের পরিবারের লোকদের। সৌদি সূত্রে জানা গিয়েছে, ২০১৫-তে সৌদির একটি দোকান থেকে বেশ কিছু টাকা লুট করেন তিন ভারতীয় যুবক সত্যেন্দ্র কুমার, হরজিৎ সিং ও আরিফ ইমামউদ্দিন৷ অভিযোগ, সেই লুটের টাকার ভাগাভাগি নিয়ে নিজেদের মধ্যে বচসায় জড়িয়ে পড়েন তাঁরা৷ সৌদি প্রশাসনের দাবি, বচসার জেরেই ইমামউদ্দিনকে খুন করে সত্যেন্দ্র কুমার ও হরজিৎ সিং৷ ঘটনার কয়েক দিন পরে, ২০১৫-র ৯ ডিসেম্বর সৌদি পুলিশের হাতে গ্রেফতার হয় অভিযুক্ত সত্যেন্দ্র কুমার ও হরজিৎ সিং৷ তাঁরা জেরায় খুনের কথা স্বীকার করলে তাঁদের বিরুদ্ধে খুনের মামলা রুজু হয়৷ সম্প্রতি সেই আধিকারিকেরা হঠাৎ জানতে পারেন, দুই অভিযুক্ত যুবকেরই শিরশ্ছেদ করে শাস্তি দিয়েছে সৌদি সরকার! চলতি বছরের ২৮ ফেব্রুয়ারির সেই শাস্তি দেওয়া হয়েছে৷ তবে এই বিষয়ে সে দেশে অবস্থিত ভারতীয় দূতাবাসকে কোনও তথ্যই জানানো হয়নি৷