নিজের পুত্রসন্তানের প্রথম ছবি পোস্ট করলেন সানিয়া মির্জা, দেখুন ছবি

এই প্রথম নিজের সন্তানের ছবি পোস্ট করলেন সানিয়া মির্জা৷ ইনস্টাগ্রামে সেই ছবি পোস্ট করলেন টেনিস তারকা৷ সানিয়া মির্জার পুত্র সন্তানের বয়স প্রায় দু’মাস হতে চলল৷ এখনই সে বেশ ক্যামেরা ফ্রেন্ডলি৷ ছবি তোলার সময় ক্যামেরার দিকেই তাকিয়ে রয়েছে ছোট্ট ইজহান৷ সানিয়া এই ছবি পোস্ট করে লেখেন, ‘‘জীবনের ফাস্ট লেনে এগিয়ে চলাটা বেশ মজার! বিশ্বকে এখন হ্যালো

নিজের পুত্রসন্তানের প্রথম ছবি পোস্ট করলেন সানিয়া মির্জা, দেখুন ছবি

এই প্রথম নিজের সন্তানের ছবি পোস্ট করলেন সানিয়া মির্জা৷ ইনস্টাগ্রামে সেই ছবি পোস্ট করলেন টেনিস তারকা৷ সানিয়া মির্জার পুত্র সন্তানের বয়স প্রায় দু’মাস হতে চলল৷ এখনই সে বেশ ক্যামেরা ফ্রেন্ডলি৷ ছবি তোলার সময় ক্যামেরার দিকেই তাকিয়ে রয়েছে ছোট্ট ইজহান৷ সানিয়া এই ছবি পোস্ট করে লেখেন, ‘‘জীবনের ফাস্ট লেনে এগিয়ে চলাটা বেশ মজার! বিশ্বকে এখন হ্যালো বলার সময় এসেছে৷” কিছুদিন আগেই সানিয়া ছেলেকে কোলে নিয়ে নিজের ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘‘কখনও মনে হয়নি বাড়ি ছেড়ে থাকাটা এতটা কঠিন হবে৷”



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

৩০ অক্টোবরে হায়দ্রাবাদে জন্ম হয় ইজহানের৷ পাকিস্তান ক্রিকেটার শোয়েব মালিকই প্রথম সোশ্যাল মিডিয়া ছেলের জন্মের কথা জানান৷ তখন‌ তিনি দেশের হয়ে খেলতে ব্যস্ত ছিলেন৷ ২০১০এর ১২ এপ্রিল বিয়ে করেন সানিয়া মির্জা ও শোয়েব মালিক৷ ছেলের নাম তাঁরা রাখেন ইজহান৷ আগেই দু’জনে সিদ্ধান্ত নিয়ে রেখেছিলেন, ছেলের নামের সঙ্গে বাবা ও মা দু’জনেরই পদবী থাকবে৷সেই মতো ইজহানের নাম হয় ইজহাম মির্জা-মালিক৷

 

View this post on Instagram

 

Living life in the fast lane can be fun !!! It’s time to say hello to the world ? #Allhamdulillah

A post shared by Sania Mirza (@mirzasaniar) on Dec 22, 2018 at 2:41am PST

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + eighteen =