সবচেয়ে বড় মুখের জন্য গিনেস রেকর্ডে নাম তুললেন এই তরুণী

সবচেয়ে বড় মুখের জন্য গিনেস রেকর্ডে নাম তুললেন এই তরুণী

কানেটিকাট: রেকর্ড গড়ার কত রকম জিনিসই না হয়৷ সম্প্রতি সামান্থা রামসডেল নামে এক মহিলা রেকর্ড গড়েছেন বিশ্বের সবচেয়ে বড় মুখের নারী হিসেবে। শুনতে অবাক লাগলেও ঘটনাটি সত্যি৷ বিশ্বের সব মহিলাদের মধ্যে সামান্থার মুখের হাঁ সবচেয়ে বড়। তাই সামান্থার নাম তুলে ফেলেছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে। পেয়েছেন আনুষ্ঠানিক স্বীকৃতি। গিনেসের রেকর্ড বইয়ে নথিভুক্ত তথ্য অনুযায়ী, সামান্থার মুখ আড়াই ইঞ্চি বা ৬.৫৬ সেন্টিমিটার। আড়াআড়িভাবে তাঁর মুখের মাপ আরও বেশি, চার ইঞ্চি বা ১০ সেন্টিমিটারের বেশি। 

সামান্থার যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য কানেটিকাটের বাসিন্দা। মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ছোট থেকেই সামান্থার মুখ তুলনামূলক যে বড়, সেটা তাঁর ছেলেবেলার হাসিমুখের ছবিগুলো দেখলে তা সহজে বোঝা যায়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সামান্থার মুখের হাঁও বড় হয়ে গিয়েছে। বড় মুখের জন্য তাঁকে অন্যদের থেকে আলাদা করতে মোটেও অসুবিধা হয় না৷ তাঁর বড় মুকের জন্য সোশ্যাল মিডিয়ায় সামান্থা বেশ জনপ্রিয়। অনেকেই সামান্থার মুখের দিকে অবাক নয়নে তাকিয়ে থাকেন সোশ্যাল মিডিয়ায় তাঁর ভিডিওগুলো দেখেন। ভিডিওতে দেখা যায়, তাঁর মুখে একসঙ্গে তিনটি ডোনাট অনায়াসে ঢোকানো যায়। নেট দুনিয়ায় পোস্ট করা ভিডিওর সাহায্যেই বড় মুখের জন্য রেকর্ড গড়ার বিষয়টি প্রথম তাঁর মাথায় আসে। সেই মতো গিনেস কর্তৃপক্ষের কাছে আবেদনও করেন।

অনেক যাচাইয়ের পর অবশেষে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের আনুষ্ঠানিক স্বীকৃতি পান সামান্থা। সামান্থার হাতে তুলে দেওয়া হয় সনদ। বর্তমানে তিনি বিশ্বের সবচেয়ে বড় মুখের অধিকারিণী। সামান্থা বলেন, ‘আমি কখনো ভাবতেই পারিনি বড় মুখের জন্যই জনপ্রিয় হয়ে যাব।’ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + 9 =