রুশদির উপর প্রাণঘাতী হামলাকে ‘নিছক মজা’ ভেবেছিলেন সঞ্চালক

রুশদির উপর প্রাণঘাতী হামলাকে ‘নিছক মজা’ ভেবেছিলেন সঞ্চালক

ওয়াশিংটন: নিছক মজা করে কেউ আচমকা চড়াও হয়েছেন লেখকের ওপর। বিদেশ বিভূঁইয়ে নিজের পছন্দের তারকাদের হাতের সামনে পেয়ে তাঁদের জড়িয়ে ধরা কিংবা তাঁদের উপর ঝাঁপিয়ে পড়ার ঘটনা নতুন কিছু নয়। ফলে গত সপ্তাহে জনপ্রিয় লেখক সালমন রুশদির উপর যখন হঠাৎ ঝাঁপিয়ে পড়ে ওই আততায়ী, তখন প্রাথমিকভাবে এই ঘটনাকে মজা বলেই উড়িয়ে দিয়েছিলেন মঞ্চে থাকা সঞ্চালক। কিন্তু কয়েক মুহূর্ত পরে ফেরে সম্বিত, যখন সঞ্চালক দেখেন মঞ্চের উপরেই পড়ে রয়েছে চাপ চাপ রক্ত এবং গুরুতর আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়েছেন সালমন রুশদি। জনপ্রিয় এই লেখকের উপর হওয়া হামলার ঘটনার দুদিন পর সম্প্রতি এই ভয়াবহ অভিজ্ঞতার কথাই বিশ্ববাসীর সামনে তুলে ধরেছেন নিউ ইয়র্কের ওই ইনস্টিটিউশনের অনুষ্ঠানের সঞ্চালক। যদিও ওই হামলাকারী রুশদির পরে তাঁর ওপরও ছুরি নিয়ে চড়া হয়েছিল। তবে তেমনভাবে আঘাত পাননি ওই ব্যক্তি। প্রাথমিক চিকিৎসার পরে বর্তমানে তিনি ভালো আছেন বলেই খবর।

গত শুক্রবার নিউ ইয়র্কে একটি অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় মঞ্চে উঠে রুশদিকে প্রায় ১৫-২০ মিনিট ধরে কোপায় এক যুবক। ওই সময় আক্রান্ত হন সঞ্চালক হেনরি রিসেও। ঘটনার কথা বলতে গেলে এখনও আতঙ্ক কাটছে না তাঁর। ‘রুশদি আক্রান্ত হয়েছেন এটা প্রথমে বুঝতেই পারিনি। মনে হয়েছিল এটা খুব একটা খারাপ ধরনের মজা। কিছুক্ষণের মধ্যেই চাপ চাপ রক্ত দেখতে পাই। সঙ্গে সঙ্গে মাথাটা ঘুরে যায়। বুঝতে পারি কোনও নাটক নয়, সত্যি সত্যিই রুশদিকে খুনের চেষ্টা করা হয়েছে।’ সম্প্রতি মার্কিনি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন ওই সঞ্চালক হেনরি রিসে। উল্লেখ্য, অ্যাসাইলাম শহরের একটি অলাভজনক সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। শুক্রবারের অনুষ্ঠানে তাঁর বুকার পুরষ্কারজয়ী ভারতীয় বংশোদ্ভুত ব্রিটিশ লেখক সলমান রুশদি কয়েকটি প্রশ্ন করার কথা ছিল।

অন্যদিকে বর্তমানে আঘাত সামলে উঠে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন আহত রুশদি। হাসপাতাল সূত্রের খবর, আপাতত লেখকের সংকট কেটে গিয়েছে। দিন দুই আগে তাঁকে ভেন্টিলেশন থেকেও বের করে নেওয়া হয়েছে। কয়েকদিনের মধ্যেই তিনি কথা বলতে পারবেন বলে দাবি করেছে মার্কিন একাধিক সংবাদ সংস্থা। তবে এই আঘাত কাটিয়ে পুরোপুরি কবে সুস্থ হয়ে উঠবেন রুশদি এবং স্বাভাবিক জীবনযাপনে ফিরতে পারবেন সে সম্পর্কে এখনো পর্যন্ত কিছুই জানায়নি হাসপাতাল কর্তৃপক্ষ। অন্যদিকে সম্প্রতি রুশদির ছেলেও বাবার সুস্থতার প্রসঙ্গে সংবাদমাধ্যমকে বিবৃতি দিয়ে জানিয়েছে, আগের থেকে অনেকটাই সুস্থ তাঁর বাবা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 5 =