২ বছরের শিশুর হাতে প্রাণ গেল মায়ের! জুম-এ লাইভ দেখলেন অফিস কলিগরা

২ বছরের শিশুর হাতে প্রাণ গেল মায়ের! জুম-এ লাইভ দেখলেন অফিস কলিগরা

ফ্লোরিডা:  বয়স মাত্র ২৷ কিন্তু সেই খুদেই ঘটিয়ে ফেলল বড় বিপত্তি৷ বন্দুক হাতে সোজা গুলি করল তার মা’কে৷ জুমে গোটা ঘটনার সাক্ষী থাকল তাঁর মায়ের গোটা অফিস৷ 

আরও পড়ুন- খুঁজে বের করবই! দুর্গা মণ্ডপ-মূর্তি ভাঙচুরের ঘটনায় হুঙ্কার হাসিনার

ঘটনার সময় জুমে গুরুত্বপূর্ণ মিটিংয়ে ব্যস্ত ছিলেন ওই মহিলা৷ তিনি খেয়ালই করেননি শিশুটি কী করছে৷ তাঁর অজান্তেই শিশুটির হাতে চলে আসে গুলি ভরা বন্দুক৷ সে সোজা তাক করে তার মায়ের দিকে৷ এর পর ট্রিগার টিপতেই  বন্দুকের গুলি এফোঁড়-ওফোঁড় করে দেয় ওই মহিলার মাথা৷ এই ঘটনার পরেই ওই শিশুটির বাবাকে গ্রেফতার করে পুলিশ৷ তাঁর নাম ভান্দোরে আভেরি৷ তাঁর বিরুদ্ধে খুন ও বন্দুকের অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে৷

পুলিশ জানিয়েছে, ওই বন্দুকটি আভেরির নামে রয়েছে৷ কিন্তু তিনি বেপরোয়া ভাবে খোলা জায়গায় বন্দুকটি ফেলে রেখেছিলেন৷ একটি ব্যাকপ্যাকের মধ্যে থেকে বন্দুকটি খুঁজে পায় শিশুটি৷ খেলতে খেলতে অজান্তেই গুলি চালিয়ে ফেলে সে৷ যার জেরে প্রাণ হারাতে হয় তার মা’কে৷ সোজা মাথায় গুলি লাগে তাঁর৷ চোখের সামনে এই ভয়ঙ্কর দৃশ্য দেখে আতকে ওঠেন তাঁর কলিগরা৷ তাঁরাই তড়িঘড়ি পুলিশে খবর দেয়৷ 

এই ঘটনার সময় বাড়িতে ছিলেন না আভেরি৷ বাড়ি ফিরে তিনি দেখেন রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েছে তাঁর স্ত্রী৷ সেখানেই মৃত্যু হয় তাঁর৷ তবে এমন ঘটনা আমেরিকায় প্রথম নয়৷ এর আগে টেক্সাসে ২ বছরের একটি শিশু নিজেকে গুলি চালিয়েছিল৷ এক আত্মীয়ের ব্যাগ থেকে বন্দুক হাতে পেয়েছিল সে৷    
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − six =