অবশেষে মিলল সামাধানসূত্র, দু’টি শর্ত মানলেই হামলা থামাবে মস্কো

অবশেষে মিলল সামাধানসূত্র, দু’টি শর্ত মানলেই হামলা থামাবে মস্কো

কিয়েভ: অবশেষে কি ইতি পড়তে চলেছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধে? ২১ দিন পর মিলল তেমনই ইঙ্গিত৷ বুধবার দুই দেশের মুখোমুখি আলোচনায় অবশেষে মিলল রফাসূত্র৷ জানা গিয়েছে, যুদ্ধে ইতি টানতে রাশিয়া ও ইউক্রেন মিলিতভাবে একটি সম্ভাব্য পরিকল্পনা করেছে। তবে সামরিক অভিযান থামানোর জন্যে ইউক্রেনের সামনে বেশ কিছু শর্তও রেখেছে রাশিয়া। মস্কো সাফ জানিয়েছেন, ইউক্রেন যদি তাদের শর্তগুলি মানতে রাজি হয়, তবেই থামবে যুদ্ধ৷

আরও পড়ুন- হঠাৎ আবার বাড়ছে করোনা, নতুন কোনও ভ্যারিয়েন্ট এল?

রাশিয়া ইউক্রেনের সামনে যে শর্তগুলি রেখেছে, তার মধ্যে অন্যতম হল, ন্যাটো প্রসঙ্গ৷ ক্রেমলিনের দাবি, ইউক্রেন যেন নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা ন্যাটোর সদস্যপদ নিয়ে নিজেদের উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করে। এছাড়াও কিয়েভ যেন তাদের সশস্ত্র বাহিনীকে সীমাবদ্ধ রাখে৷ এছাড়ও অন্যান্য যে সকল শর্ত রাখা হয়েছে, সেগুলি পূরণ হলে তবেই সেনা প্রত্যাহার করে যুদ্ধবিরতির ঘোষণা করবে মস্কো৷ 

একদিকে যখন দুই দেশের প্রতিনিধিরা বৈঠকে বসেছেন, তখন কিয়েভ সহ ইউক্রেনের বিভিন্ন শহরে হামলা চালাচ্ছে রাশিয়া৷ এরই মধ্যে যুদ্ধ শেষের ক্ষেত্রে মিলল আশার আলো৷ আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, ইউক্রেনকে কাবু করতে তাদের উপরে আক্রমণ চালিয়ে রাশিয়া৷ বিশ্বের সামনে নিজেদের শক্তি জাহির করেছে৷ কিন্তু যুদ্ধের পরোক্ষ প্রভাব পড়েছে নিজেদের দেশেও৷ ধীরে ধীরে ভেঙে পড়ছে দেশের অর্থনীতি। একের পর এক দেশ আর্থিক অনুদান, তহবিল বন্ধ করে দিয়েছে৷  অন্যদিকে, হেগের আন্তর্জাতিক আদালতের তরফেও রাশিয়াকে যথাসম্ভব শীঘ্র ইউক্রেনের উপরে সামরিক অভিযান বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে৷  রাশিয়ার উপর চাপ রয়েছে আন্তর্জাতিক মহলেরও৷