ওয়াশিংটন: দিঘা, পুরী, দার্জিলিং তো হামেশাই যাচ্ছেন। একবার মহাকাশে ঘুরতে গেলে কেমন হয়? কী ভাবছেন, ঠাট্টা করছেন, নাকি মাথা খারাপ? কোনওটাই নয়। একদম খাঁটি নির্ভেজাল সত্যি। মহাকাশ ভ্রমণের স্বপ্ন সাধারণ মানুষের কাছে এবার সত্যি হয়ে ধরা দিতে চলেছে। আর এই স্বপ্ন সত্যি করতে চলেছে রাশিয়া। বৃহস্পতিবার পুতিনের দেশের এনারজিয়া স্পেস কর্পোরেশন থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে, ২০২৩ সালেই তারা তাদের প্রথম পর্যটককে মহাকাশে হাঁটতে নিয়ে যাবে বলে জানিয়ে দিয়েছে। এই পরিকল্পনায় তাদের পাশে আছে আমেরিকাও।
স্পেস অ্যাডভেঞ্চার নামক এক সংস্থার সঙ্গে চুক্তি করার পর এনারজিয়া জানিয়েছে তারা ২০২৩ সালে দু’জন ব্যক্তিকে মহাকাশ স্টেশনে নিয়ে যাবে। তাদের মধ্যে একজনকে মহাকাশে হাঁটতে নিয়ে যাওয়া হবে। অবশ্যই সঙ্গে থাকবেন একজন রাশিয়ান মহাকাশচারী। স্পেস অ্যাডভেঞ্চার সংস্থা থেকে অবশ্য আগেই এই নিয়ে বিজ্ঞাপন দেওয়া হয়েছে তাদের ওয়েবসাইটে। মহাকাশে ভ্রমণের এই অভিজ্ঞতাকে বলা হয়েছে ‘দুর্লভ এবং উল্লাসজনক’। আরও বলা হয়েছে, ‘যদি আপনি রাশিয়ান সয়ুজ মহাকাশযানে ওড়ার সিদ্ধান্ত নেন, তাহলে একজন পেশাদার মহাকাশচারীর সঙ্গে মহাকাশে হাঁটার সুযোগ পাবেন।’
মহাকাশে পৌঁছনো প্রথম মানুষটিও একজন রাশিয়ান— ইউরি গ্যাগারিন। ১৯৬১ সালের ১২ এপ্রিল তিনি ভস্টক-১ মহাকাশযানে চেপে মহাকাশে পাড়ি দেন। এবার এই কিংবদন্তির মতো সাধারণ মানুষও মহাকাশের অনির্বচনীয় দৃশ্য দেখতে পারবেন। তাহলে কি ভাবছেন? যাবেন নাকি? দিঘা, পুরী, দার্জিলিং তো অনেক গেলেন। এবার না হয় মহাকাশেই গেলেন…