বিনামূল্য টিকা দেবে পুতিনের রাশিয়া, শীঘ্র ভ্যাকসিন আনছে আমেরিকাও

বিনামূল্য টিকা দেবে পুতিনের রাশিয়া, শীঘ্র ভ্যাকসিন আনছে আমেরিকাও

 

নিউইয়র্ক:  ইতিমধ্যেই বিশ্বজুড়ে শুরু হয়ে গিয়েছে রাশিয়ার তৈরি করোনা ভ্যাকসিন স্পুটনিক-ভি’র হিউম্যান ট্রায়াল৷ এবার নিউইয়র্ক এবং সারা বিশ্বে রাষ্ট্রসংঘের সদস্যদের বিনা মূল্যে স্পুটনিক-ভি দেওয়ার প্রস্তাব দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন৷ সংগঠনের ৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষে জেনারেল অ্যাসেম্বলিতে ভাষণ দেওয়ার সময় একথা ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট৷  

আরও পড়ুন- টাইমস-এর প্রভাবশালীর তালিকায় নমো-আয়ুষ্মান-পিচাই, উজ্জ্বল অবস্থান শাহীনবাগের ‘দাদি’র

 

ট্রায়াল শেষ হওয়ার আগেই গত মাসে নিজেদের সম্ভাব্য ভ্যাকসিনে ছাড়পত্র দেয় রাশিয়া৷ রুশ ভ্যাকসিন কতটা কার্যকর, তা নিয়ে সংশয় প্রকাশ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)৷ তবে সম্প্রতি প্রকাশিত একটি রিপোর্টে জানা গিয়েছে স্পুটনিক-ভি’র ট্রায়ালে যাঁরা অংশ নিয়েছিলেন, তাঁদের শরীরে জটিল কোনও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি৷ এমনকী তাঁদের সকলের শরীরে অ্যান্টিবডিও তৈরি হয়েছে। কিন্তু অত্যন্ত কম সংখ্যক লোকের উপরে পরীক্ষা হওয়ায় রুশ ভ্যাকসিন কতটা নিরাপদ, কতটাই বা কার্যকর, তা নিয়ে সংশয় রয়েই গিয়েছে৷ এর আগেও রাশিয়ার ভ্যাকসিনের উপর করা ছোট ছোট কিছু সমীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পর তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন বিজ্ঞানীরা৷ তাঁদের মতে এই ভ্যাকসিন এখনও ব্যবহারের জন্য প্রস্তুত নয়৷ এর থেকে একাধিক পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে৷ 

 

এদিন পুতিন বলেন, ‘‘আমাদের মধ্যে যে কেউ কেউ এই ভাইরাসের সম্মুখীন হতে পারে৷ রাষ্ট্রসংঘের কর্মীরাও এর থেকে রেহাই পাননি৷’’ তিনি আরও বলেন, ‘‘রাশিয়া রাষ্ট্রসংঘের সকল কর্মীদের পাশে থাকতে চায়৷ বিনা মূল্যে তাঁদের জন্য ভ্যাকসিন সরবরাহ করতেও আমরা প্রস্তুত৷’’ 

আরও পড়ুন- সুখবর, একাধিক দেশে কোভিড ভ্যাকসিনের ফেজ-৩ ট্রায়াল শুরু করল জনসন

এদিকে খুব শীঘ্রই ভ্যাকসিন আনতে চলেছে আমেরিকা৷ জনসন অ্যান্ড জনসন তাদের তৃতীয় ফেজের ট্রায়াল শুরু করার কথা ঘোষণা করেছে৷ আমেরিকায় চারটি ভ্যাকসিনের চূড়ান্ত পর্যায়ের ট্রায়াল চলছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ ভ্যাকসিন তৈরির এই প্রতিযোগিতায় এগিয়ে রয়েছে পিফজার এবং তার সহকারী সংস্থা বায়োএনটেক এসই৷ এই ভ্যাকসিনটি সবার আগে এফডিএ-র অনুমোদন পেতে চলেছে বলেও ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প৷ তাদের তৈরি ভ্যাকসিন কতটা কার্যকর অক্টোবরের শেষেই তা স্পষ্ট হয়ে যাবে বলে মনে করা হচ্ছে৷ অন্যদিকে ম্যাডোর্নাও তাদের ট্রায়ালের শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + 5 =