পুতিনের ইচ্ছেয় গ্লোবাল ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হচ্ছে রাশিয়া?

পুতিনের ইচ্ছেয় গ্লোবাল ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হচ্ছে রাশিয়া?

241c8de2f8825ef8fe5155a297fce330

মস্কো:  ইউক্রেনের বিরুদ্ধে সেনা অভিযান শুরু হতেই রাশিয়ার উপর একের পর এক নিষেধাজ্ঞা জারি করেছে ইউরোপীয় দেশগুলি৷ কিন্তু এবার নিজেকেই অন্তর্জালে বিচ্ছিন্ন করতে চলছে রাশিয়া৷ গ্লোবাল ইন্টারনেট থেকে দ্রুত বিচ্ছিন্ন করা হতে পারে রাশিয়াকে৷ সোশ্যাল মিডিয়ায় এমনই এক রিপোর্ট ঘুরপাক খাচ্ছে৷ এতেই বেড়েছে জল্পনা৷ 

আরও পড়ুন- ‘যুদ্ধ শেষ করতে উন্মুখ রাশিয়া’, দাবি মস্কোর

ইউক্রেনের উপর সেনা অভিযান শুরু করার পর থেকেই একের পর এক টেক জায়েন্ট রাশিয়ার বিরুদ্ধে চলে গিয়েছে৷ ফেসবুক, টুইটারের মতো সোশ্যাল মিডিয়াগুলি রাশিয়ায় পরিষেবা দেওয়ার ক্ষেত্রে কাটছাঁট শুরু করেছে৷ অন্যদিকে নেটফ্লিক্স পরিষেবা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়াও রাশিয়ার বিরুদ্ধে পদক্ষেপ করেছে মাইক্রোসফট, অ্যাপল, গুগল সহ একাধিক সংস্থা৷ পশ্চিমি দেশগুলির পাশাপাশি রাশিয়ার বিরুদ্ধে পদক্ষেপ করেছে চিনও৷ সে দেশের অন্যতম বড় স্টার্টআপ ‘বাইটডান্স’ তাদের সবথেকে বড় প্রডাক্ট ‘টিকটক’  রাশিয়ায় চালু রাখলেও তারা কোনও ক্রিয়েটর কন্টেন্ট আপলোড করতে পারবে না বলে সংস্থার তরফে জানানো হয়েছে। 

রাশিয়ার উপর কোপ এখানেই শেষ নয়৷ বিশ্বজুড়ে নানা সাইবার সিকিউরিটি সংস্থা রাশিয়ার একের পর এক সরকারি ওয়েবসাইট হ্যাক করেছে। যার ফলে কাজ করতে নানাবিধ সমস্যায় পড়তে হচ্ছে রুশ সরকারকে। এরই মধ্যে বড়সড় পদক্ষেপের আশঙ্কার করা হচ্ছে৷ অনলাইনে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, বিশ্বব্যাপী ইন্টারনেট পরিষেবা থেকে নিজেকে সম্পূর্ণ সরিয়ে নেওয়ার পরিকল্পনা করেছে রাশিয়া। ১১ মার্চ থেকেই সম্ভবত এই প্রক্রিয়া শুরু হয়ে যাবে৷ 

রাশিয়াকে বিচ্ছিন্ন করার জন্য নতুন করে সরকারি ওয়েবসাইটগুলি তৈরি করার চিন্তা ভাবনা করা হচ্ছে। যেখানে বিভিন্ন দেশের জাভা স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হবে না। এছাড়াও ফেসবুক এবং গুগলের জন্য যে ট্র্যাকিং কোড ব্যবহার করা হয় সেই কোডও ব্যবহার করা হবে না।