শিশুদের জন্য করোনার নাজাল স্প্রে ভ্যাকসিন আনতে চলেছে রাশিয়া

শিশুদের জন্য করোনার নাজাল স্প্রে ভ্যাকসিন আনতে চলেছে রাশিয়া

মস্কো: ৮ থেকে ১২ বছর বয়সি শিশুদের জন্য করোনার নাজাল স্প্রে ভ্যাকসিন আনার পথে রাশিয়া৷ ইতিমধ্যে এই ভ্যাকসিনের যাবতীয় পরীক্ষা শেষ করে আগামী সেপ্টেম্বর মাসেই এই ভ্যাকসিন বাজারে নিয়ে আসতে চাইছে রাশিয়া৷ করোনায় স্পুটনিক ভি  ভ্যাকসিনের আবিষ্কর্তা বিজ্ঞানীরা শনিবার একথা জানান৷

স্পুটনিক ভি-র আবিষ্কারক সংস্থা গামালিয়া ইনস্টিটিউটের প্রধান বিজ্ঞানী আলেকজান্ডার গিনসবার্গ জানান, শিশুদের ইঞ্জেকশন দেওয়ার বদলে করোনার টিকা হিসেবে নাকে করোনার স্প্রে দেওয়া হবে৷ একটি সংবাদ মাধ্যমকে আলেকজান্ডার গিনসবার্গ জানিয়েছেন, ৮ থেকে ১২ বছর বয়সি শিশুদের নাজাল স্প্রে ভ্যাকসিন দিয়ে পরীক্ষা করে দেখা হয়েছে৷ তাদের মধ্যে কোনওরকম পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি৷ এমনকি তাদের জ্বরও আসেনি৷ গিনসবার্গ আরও বলেন, ‘টিকা একই৷ এটি শুধুমাত্র নাজাল স্প্রে৷ আমরা ছোটদের নাকের মধ্যে দিয়ে টিকাটা প্রদান করেছি৷’

সম্প্রতি রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটি বৈঠক করে গিনসবার্গ জানান, এই ভ্যাকসিনটি বিশেষভাবে ছোটদের জন্য, অর্থাৎ ৮ থেকে ১২ বছর বয়সি শিশুদের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে৷ যা ১৫ সেপ্টেম্বর থেকে প্রদান করা শুরু করা যেতে পারে৷

উল্লেখ্য, শিশুদের টিকাকরণের প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারত বায়োটেক। পাটনার এইমস হাসপাতালে জুন থেকেই শিশুদের ওপর কোভ্যাক্সিনের ট্রায়াল শুরু হয়ে গিয়েছে৷  ডিজিসিআই এই ট্রায়ালের অনুমতি দিয়েছে৷ নাগপুরের মেডিট্রিনা ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স এবং দিল্লির এইমস হাসলাতালের পাশাপাশি পাটনার এইমসও এই ট্রায়ালের জন্য বিবেচ্য হয়েছে৷ ২ থেকে ১৮ বছর বয়সিদের ওপর এই ট্রায়াল করা হবে৷ ৭০ থেকে ৮০ জন শিশুর ওপর এই ট্রায়াল সম্পন্ন করার লক্ষ্য নিয়েছিল পাটনা এইমস হাসপাতাল৷ আরটিপিআর পরীক্ষায় কোভিড রিপোর্ট নেগেটিভ এলেই তাদের ওপর কোভ্যাক্সিনের ট্রায়াল দেওয়া হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *