ইউক্রেনের বড় শহর দখলের দাবি রাশিয়ার, মানতে নারাজ কিয়েভ

ইউক্রেনের বড় শহর দখলের দাবি রাশিয়ার, মানতে নারাজ কিয়েভ

মস্কো: রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ অব্যাহত। একের পর এক শহর কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কিন্তু যুদ্ধ কোনও ভাবেই থামছে না, থামানো যাচ্ছেও না। এরই মধ্যে নতুন দাবি করে বসল রাশিয়া। তাদের বক্তব্য, পূর্ব ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর বাখমুট সম্পূর্ণ দখল করেছে তারা। দাবি সত্যি হলে সাম্প্রতিককালে এটাই হবে রাশিয়ার সবথেকে বড় প্রাপ্তি। কিন্তু এখনও পর্যন্ত ইউক্রেনের তরফে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। তাই শুধু রাশিয়ার এই দাবি নিয়ে ধন্দও তৈরি হয়েছে। 

সম্প্রতি এই শহর দখলের জন্য সেনাবাহিনী ও বেসরকারি সেনা গোষ্ঠী ওয়াগনারকে অভিনন্দন জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এদিকে ওয়াগনারের প্রধান এক ভিডিও বার্তায় জানান, আগামী ২৫ মে-র মধ্যে বাখমুটের দখল নিতে পারবে সেনাবাহিনী। কিন্তু সত্যি কি তাই নাকি সেখানে এখনও যুদ্ধ জারি আছে, সেটা এখনও পরিষ্কার হয়নি। কিছুদিন আগে এই বাখমুট দখল করতেই রুশ ও ইউক্রেনের সেনাবাহিনীর ভয়াবহ সংঘর্ষে প্রাণ হারান সংবাদ সংস্থা AFP-র সাংবাদিক আরমান সোলদিন। 

ঘটনাস্থল থেকে যতটা সম্ভব খবর তুলে আনার চেষ্টা করছিলেন তিনি। তবে আচমকাই ওখানে রকেট হামলা হয়। একটি ইউক্রেনীয় সেনাদলের সঙ্গে থাকা ওই সাংবাদিক বেঘোরে মারা পড়েন। বিস্ফোরণের জোর এতটাই ছিল যে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। প্রসঙ্গত, ২০২২ সালের ফেব্রুয়ারি মাস থেকে চলতে থাকা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ইতিমধ্যেই ১১ জন সাংবাদিকের মৃত্যু হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − 12 =