BIG BREAKING: বিশ্বে প্রথম করোনা ভ্যাকসিন আবিষ্কার, পুতিন-কন্যার দেহে সফল প্রয়োগ

BIG BREAKING: বিশ্বে প্রথম করোনা ভ্যাকসিন আবিষ্কার, পুতিন-কন্যার দেহে সফল প্রয়োগ

মস্কো: লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ৷ করোনা ভাইরাসের আতঙ্কে জেরবার গোটা বিশ্ব৷ গোটা বিশ্ব এতদিন অপেক্ষায় ছিল, কবে ভ্যাকসিন বাজারে আসবে৷ এবার গোটা বিশ্বের সাধারণ মানুষের আতঙ্ক কাটিয়ে বিশ্বে প্রথম করোনা ভ্যাকসিন আবিষ্কারের দাবি জানালো রাশিয়া৷ তবে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি৷

করোনা আবহে বড়সড় সুখবর শোনাল রাশিয়া৷ রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের কন্যার দেহে প্রথম করোনা ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে বলে দাবি জানিয়েছে রাশিয়া সরকার৷ টিকা প্রয়োগের পুতিন কন্যা সুস্থ আছেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা এফপি৷ করোনা টিকা আবিষ্কারের দাবি জানানো হয়েছে রাশিয়ার তরফে৷ ইতিমধ্যেই বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিনের অনুমতি দিয়েছে রাশিয়ার স্বাস্থ্য দফতর৷ প্রথম ভ্যাকসিনের ছাড়পত্র  মেলায় আশার আলো দেখছে গোটা বিশ্ব৷ আগামী সপ্তাহ থেকে এই ভ্যাকসিন বাজারে চলে আসবে বলে জানিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন৷ এই ভ্যাকসিন নিরাপদ এবং কার্যকরী দাবি করেছে রুশ স্বাস্থ্যমন্ত্রীর৷ খুব দ্রুত জনসাধারণের জন্য এই ভ্যাকসিন বাজারে আনা হবে বলে দাবি করেছেন রাষ্ট্রপতি পুতিন৷ গত ১৮ জুন এই ভ্যাকসিনের মানব দেহে প্রয়োগ সফল হয়েছিল৷ আজ রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রক করোনা ভ্যাকসিনের সরকারি ভাবে ছাড়পত্র দিয়েছে৷

তবে ভারতের বাজারে এই ভ্যাকসিন আনতে গেলে বেশ কিছু সরকারি অনুমোদনের প্রয়োজন৷ নিয়ম অনুযায়ী ভারতে রাশিয়ার ভ্যাকসিন আনতে গেলে প্রথমে আইসিএমআরের অনুমতি প্রয়োজন হবে৷ আইসিএমআরের তরফে সবুজ সংকেতের পর কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক গোটা বিষয়টি পর্যালোচনা করে চূড়ান্ত অনুমোদন দিতে পারে বলে জানা গিয়েছে৷

নস্টিটিউট ফর ট্রান্সল্যাশনাল মেডিসিন অ্যান্ড বায়োটেকনোলজির ডিরেক্টর ভাদিম তারাসোভ জানিয়েছেন, দু’টি ধাপে মানব দেহে এই টিকা প্রয়োগ করা হয়৷ প্রথম যে দলটির উপরে পরীক্ষামূলক ভাবে টিকা প্রয়োগ করা হয়েছিল, তাঁদের দেহে কোনও খারাপ প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷ তাঁদের ছুটিও দেওয়া হয়েছে৷ দ্বিতীয় দলটি ছাড়া পেয়েছে ২০ জুলাই৷  এই টিকার প্রয়োগে ইতিবাচক ফল মিলেছে৷ একইসঙ্গে এটি নিরাপদও৷ তারাসোভ জানান, গত ১৮ জুন প্রথম এই টিকার ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়েছিল৷

এই টিকাটি তৈরি করেছে রাশিয়ার গামেলেই ইনস্টিটিউট অফ এপিডেমোলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি। সেচেনভ বিশ্ববিদ্যালয় স্বেচ্ছাসেবীদের উপর বিশ্বের প্রথম করোনা ভাইরাসের টিকার পরীক্ষামূলক প্রয়োগ সম্পন্ন হয়৷ সেচেনভ বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ মেডিক্যাল প্যারাসিটোলজির ডিরেক্টর আলেকজান্ডার লুকাশেভের জানিয়েছেন, মানব দেহে এই টিকা সফল ভাবে প্রয়োগ করা হয়েছে৷ এই টিকা যে নিরাপদ সে বিষয়ে তাঁরা নিশ্চিত৷ বর্তমান বাজারে যে টিকাগুলি রয়েছে, সেগুলির নিরাপত্তার সঙ্গে এটির মিল রয়েছে৷ গামালেই সেন্টারের ডিরেক্টর অ্যালেক্সান্ডার জিন্টসবার্গ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তারা আশা করছেন আগামী সপ্তাহ থেকে ভ্যাকসিন নাগরিকদের জন্য চলে আসবে৷ আগামী মাস থেকে গণহারে ভ্যাকসিন দেওয়া হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 3 =