কিয়েভ: হঠাৎ শুরু হওয়া এই যুদ্ধ কি তাহলে এবার শেষ হবে? আশায় বুক বাঁধছে বিশ্ব বাসী। কারণ ইউক্রেনে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা চোখে দেখা যাচ্ছে না। টানা চার দিন ধরে চলছে এই যুদ্ধ এবং ইতিমধ্যে একাধিক সেনা কর্মী সহ সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছে রাশিয়ান সেনাও। কিন্তু কিছুতেই যেন হুঁশ ফিরছে না পুতিন সরকারের। এদিকে ইউক্রেনও নিজেদের জমি ছাড়তে নারাজ তাই যুদ্ধ পরিস্থিতিই বহাল। কিন্তু এরই মাঝে একটা আলো দেখা গিয়েছে আশার। আলোচনায় রাজি দুই দেশই, কিন্তু একটা শর্তে সেই আলোচনা আটকে যাচ্ছে।
আরও পড়ুন- সীমান্ত পেরিয়ে ঢুকছে রুশ ট্যাঙ্কবাহিনী! রাশিয়ার কাছে ইউক্রেন সেনার আত্মসমর্পন?
বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনার প্রস্তাব দিয়েছে রাশিয়া। পুতিন সরকার জানিয়েছে তারা ইউক্রেনের সঙ্গে বেলারুশে বৈঠকে বসতে চায়। আলোচনায় ইউক্রেন রাজি হলেও তাদের আলোচনা স্থল নিয়ে আপত্তি। তাদের বক্তব্য, কোনও পরিস্থিতিতে বেলারুশে বৈঠকে বসবে না তারা। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে তারা অবশ্যই আলোচনা চান, কিন্তু বেলারুশে তারা বৈঠক করবেন না। কিন্তু এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি, সেটাও স্পষ্ট করেছেন জেলেনস্কি। তাঁর যুক্তি, যুদ্ধ ইস্যু নিয়ে বেলারুশ রাশিয়াকে সমর্থন করেছে, সাহায্য করেছে। তাই সেখানে কোনও আলোচনা হবে না এই ইস্যু নিয়ে। উলটে, ওয়ারশ, ব্রাতিস্লাভা বা বুদাপেস্টে বৈঠকের প্রস্তাব তিনি দিয়েছেন রাশিয়াকে।
আগেই জানা গিয়েছিল যে, ইউক্রেনকে ৬০০ মিলিয়ন ডলার মূল্যের সামরিক সহায়তা দেওয়ার অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অর্থাৎ অস্ত্র দিয়ে ইউক্রেনকে সাহায্য করতে চলেছে আমেরিকা। এদিকে বর্তমান পরিস্থিতির মধ্যে ইউক্রেনে অস্ত্র ও সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে ফ্রান্সও। সব মিলিয়ে রাশিয়াকে যে সহজে ছেড়ে দেবে না তারা এটা স্পষ্ট। এবার দেখা যাক আলোচনা প্রস্তাবে রাশিয়া কী উত্তর দেয়।