লন্ডন: নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদের উত্তাপ দেশের মাটিকে যেন আগ্নেয়গিরিতে পরিনত করেছে। মাঝে মাঝেই বিস্ফোরণ ঘটেছে প্রতিবাদ আর পাল্টা প্রতিবাদের। বেড়ে চলেছে মৃত্যুর সংখ্যা, আর এপর্যন্ত আহতের সংখ্যা ঠিক কত তা গুন্তি করার ধৈর্য নেই দেশের শাসকগোষ্ঠীর। এসবকিছুই এখন আন্তর্জাতিক স্তরে আলোচনার গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। কিন্তু বিগত চারদিনে রাজধানীর ভয়ঙ্কর চিত্র নতুন করে কতটা সাড়া ফেলেছে বিশ্বজুড়ে।
তারই প্রতিফলন ঘটল সুদূর লন্ডনের এক অনুষ্ঠান মঞ্চে। যেখানে 'পিঙ্ক ফ্লয়েড'-এর প্রাক্তন ফ্রন্টম্যান বিশ্বের অন্যতম জনপ্রিয়ব্রিটিশ সঙ্গীত-ব্যক্তিত্ব রজার ওয়াটার্স ভারতের সিএএ-র বিরুদ্ধে কঠোর সমালোচনা করে এই আইনকে “ফ্যাসিবাদী এবং বর্ণবাদী” বলে উল্লেখ করলেন। সমালোচনা করলেন শাসক দলের প্রধান নরেন্দ্র মোদি এবং তাঁর দল ভারতীয় জনতা পার্টির। পাঠ করে শোনালেন জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তরুণ কবি আমির আজিজের কবিতা “সব ইয়াদ রখ্খা যায়েগা”(সব মনে থাকবে) -র ইংরেজি অনুবাদ।
আমেরিকার গোপন নথি উইকিলিকস-এ ফাঁস করার দায়ে বিগত ২০১২ সালের ১৯ জুন থেকে লন্ডনের ইকুয়েডর দূতাবাসে আশ্রিত উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের মার্কিন যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে লন্ডনে আয়োজিত একটি অনুষ্ঠান মঞ্চে একটি কাগজ হাতে তুলে নেন ওয়াটার্স। তারপর রীতিমত কবি পরিচিতি দিয়ে এভাবেই শুরু করেন “এটি ভারতের এক তরুণ কবির লেখা। আমরা হয়তো তাঁকে চিনি না। তাঁর নাম আমির আজিজ। তিনিও একজন আন্দোলনকারী।” তারপর পড়ে গেলেন সেই প্রতিবাদী কবিতার লাইন…
“সমস্ত কিছু স্মরণে রাখা হবে … আমাদের হত্যা করো, আমরা অশরীরী হয়ে ফিরে আসব তখনও তোমার হত্যালীলার কথা সমস্ত প্রমাণ সহ লিখব/ তুমি আদালতগুলিতে বসে কৌতুক লিখবে/ আমরা রাস্তায় দেওয়ালে 'ন্যায়বিচার' লিখব/ আমরা এত জোরে বলব যে বধিররাও শুনতে পাবে/ আমরা এত স্পষ্টভাবে লিখব যা অন্ধরাও পড়তে পারবে/ তুমি কালো কমল লেখো, আমরা লাল গোলাপ লিখব/ তুমি পৃথিবীতে 'অন্যায়' লেখো/ আকাশে 'বিপ্লব' লেখা হবে/ সব মনে থাকবে; সব কিছুই মনে থাকবে “।
Roger Waters of Pink Floyd reads Aamir Aziz's 'Sab Yaad Rakha Jayega' and slays Narendra Modi. #DelhiRiots2020 pic.twitter.com/LAsDDD01Sq
— Samiran Mishra (@scoutdesk) February 27, 2020
'অকুপাই ওয়ালস্ট্রিট' আন্দোলন খ্যাত কিংবদন্তি গীতিকার রজার ওয়াটার্সের রচিত প্রতিবাদী গানগুলি ১৯৭০ দশকে বিশ্বে ঝড় তুলেছে। রাজনীতি প্রতিবাদী হিসেবে তিনি কলম ধরেছেন, হাতে তুলে নিয়েছেন গিটার। আরও একবার সেই প্রতিবাদী কণ্ঠ শোনা গেল ভারতের শাসক নেতৃত্বের মানবতা বিরোধী আইনের প্রতিবাদে।