রক্তের গ্রুপ জানিয়ে দেবে করোনা হওয়ার ঝুঁকি কতটা! দাবি গবেষকদের

রক্তের গ্রুপ জানিয়ে দেবে করোনা হওয়ার ঝুঁকি কতটা! দাবি গবেষকদের

নয়াদিল্লি: গোটা বিশ্বে করোনার তাণ্ডবে এখনও পর্যন্ত ২ কোটি ২০ লক্ষের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন৷ মৃত্যু হয়েছে ৮ লাখেরও বেশি৷ দৈনিক সংক্রমণ বাড়ছে৷ টানা ২১ দিন ভারত দৈনিক সংক্রমণে বিশ্বের শীর্ষ স্থান দখল করে রেখেছে৷ আর এই পরিস্থিতিতে নতুন আশঙ্কার কথা শোনালেন একদল বিজ্ঞানী৷ রক্তের গ্রুপ অনুযায়ী করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ছে বলেও জানিয়েছেন বিজ্ঞানীরা৷

সম্প্রতি জার্মানির কিয়েল বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক দাবি করেছেন, ‘এ’ ব্লাড গ্রুপের মানুষের মধ্যে করোনা সহজে সংক্রমিত হচ্ছেন৷ যাঁদের ব্লাড গ্রুপ ‘ও’, তাঁদের মধ্যে করোনা সংক্রমণের হার সবচেয়ে কম৷ করোনা আক্রান্ত রোগীদের নিয়ে গবেষণা চালিয়ে বিজ্ঞানীরা জানতে পেরেছেন, ব্লাড গ্রুপ ‘এ’ হলে করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি অন্যদের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি৷ 

কীভাবে এই সিদ্ধান্তে এলেন বিজ্ঞানীরা? তাঁরা জানিয়েছেন, বিভিন্ন বয়সের ১৬০০ করোনা আক্রান্ত ও একই সঙ্গে করোনা হয়নি এমন ২২০৫ জনের ডিএনএ ও রক্তের গ্রুপ পরীক্ষা করেন তাঁরা৷ জার্মান গবেষকরা জানিয়েছেন, যে ব্যক্তির ব্লাড গ্রুপ ‘এ’, তাঁরা সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত হয়েছেন৷ আক্রান্ত হওয়ার আশঙ্কা সর্বাধিক তাঁদের৷ করোনা আক্রান্ত ও মৃত্যুর ক্ষেত্রে বেশিরভাগ রোগীর রক্তের গ্রুপ ‘এ’ বলেও জানিয়েছেন গবেষকরা৷ ‘এ’ গ্রুপের রক্তে ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি হলেও স্বস্তির খবর ‘ও’ গ্রুপের রক্তের ক্ষেত্রে৷ এই গ্রুপে ঝুঁকি সবচেয়ে কম বলে জানানো হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × five =