লাফিয়ে বাড়ছে ধর্মীয় অসহিষ্ণুতা, রিপোর্ট মার্কিন সংস্থার

ওয়াশিংটন: বিভিন্ন ধর্মাবলম্বীদের উপর ক্রমবর্ধমান হিংসা৷ বিশ্বজুড়ে ধর্মীয় নিষেধাজ্ঞা জারির ঘটনায় বেড়েই চলেছে এই ঘটনা৷ আমেরিকার গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক তথ্য বলছে, ২০১৭ সাল থেকে বিশ্বের বৃহত্তম দেশগুলির পাশাপাশি ইউরোপের একাধিক গণতান্ত্রিক দেশে হিংসা, নিগ্রহের ঘটনা বাড়তে শুরু করেছে৷ রিপোর্ট বলছে, ২০১৭ সালে ১০০টি দেশে খ্রিস্টান ধর্মালম্বীদের উপর হেনস্তার ঘটনা ঘটেছে ৪৩টির বেশি৷

লাফিয়ে বাড়ছে ধর্মীয় অসহিষ্ণুতা, রিপোর্ট মার্কিন সংস্থার

ওয়াশিংটন: বিভিন্ন ধর্মাবলম্বীদের উপর ক্রমবর্ধমান হিংসা৷ বিশ্বজুড়ে ধর্মীয় নিষেধাজ্ঞা জারির ঘটনায় বেড়েই চলেছে এই ঘটনা৷  আমেরিকার গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক তথ্য বলছে, ২০১৭ সাল থেকে বিশ্বের বৃহত্তম দেশগুলির পাশাপাশি ইউরোপের একাধিক গণতান্ত্রিক দেশে হিংসা, নিগ্রহের ঘটনা বাড়তে শুরু করেছে৷

রিপোর্ট বলছে, ২০১৭ সালে ১০০টি দেশে খ্রিস্টান ধর্মালম্বীদের উপর হেনস্তার ঘটনা ঘটেছে ৪৩টির বেশি৷  অন্যদিকে ১৪০টির দেশে মুসলিম নিগ্রহের ঘটনা বেড়েই চলেছে৷ রিপোর্টে বলা হয়েছে, ব্যক্তিগত অথবা গোষ্ঠী আক্রমণের শিকার হয়েছেন বিভিন্ন ধর্মালম্বীরা৷ রিপোর্ট বলছে, ২০১৭ সালে চিন, রাশিয়া, ইন্দোনেশিয়াসহ ৫২টি অতি উচ্চ জাতীরা এই হামলা করছে৷ দক্ষিণ আফ্রিকা জাপান ফিলিপিনস ব্রাজিল ও দক্ষিণ কোরিয়ায় ধর্মীয় নিষেধাজ্ঞা না থাকায় সেখানে বড়সড় নিগ্রহের ঘটনা ঘটেনি৷ ইউরোপ, মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা ও ইউরোপে ২০১৭ সালের মধ্যে ধর্মীয় অসহিষ্ণুতা হয়েছে ২১ থেকে ৩০টি৷ পোশাক বিধিনিষের জারি হয়েছে পাঁচটি দেশে৷ কয়েক হাজার মানুষকে ধর্মান্তরিত করা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *