পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড রউফকে জেলে পাঠাল পাক সরকার

করাচি: আন্তর্জাতিক চাপের মুখে নতজানু হতে বাধ্য হল পাকিস্তান সরকার৷ ভারতের দেওয়ার তথ্য প্রমাণের পাওয়ার দিন সাতেক পর অবশেষে জঙ্গি বিরোধী অভিযান সরকারের৷ মঙ্গবার পাকিস্তানের বিভিন্ন এলাকায় হানা দিয়ে জইশের প্রথম সারির ৪৪ জন সদস্য গ্রেপ্তার করার দাবি করে পাকিস্তান৷ একই সঙ্গে পুলওয়ামা সন্ত্রাসবাদী হামলার মাস্টারমাইন্ড রউফকে আটক করা হয়েছে বলেও পাক সংবাদ মাধ্যম সূত্রে

পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড রউফকে জেলে পাঠাল পাক সরকার

করাচি: আন্তর্জাতিক চাপের মুখে নতজানু হতে বাধ্য হল পাকিস্তান সরকার৷ ভারতের দেওয়ার তথ্য প্রমাণের পাওয়ার দিন সাতেক পর অবশেষে জঙ্গি বিরোধী অভিযান সরকারের৷ মঙ্গবার পাকিস্তানের বিভিন্ন এলাকায় হানা দিয়ে জইশের প্রথম সারির ৪৪ জন সদস্য গ্রেপ্তার করার দাবি করে পাকিস্তান৷ একই সঙ্গে পুলওয়ামা সন্ত্রাসবাদী হামলার মাস্টারমাইন্ড রউফকে আটক করা হয়েছে বলেও পাক সংবাদ মাধ্যম সূত্রে জানানো হয়৷ রউফ মাসুদ আজহারের ভাই৷ সুনজুয়ান সেনা ছাউনি থেকে অভিযুক্তকে আটক করা হয় বলে দাবি পাক সরকারের৷

খবরে প্রকাশ, জঙ্গি দমন অভিযানে নেমে মাসুদে আজহারের ৪ আত্মীয় সহ কমপক্ষে ৪২ জঙ্গিকে আটক করেছে পাক প্রশাসন৷ ভারতের চাপেই কী অবশেষে পদক্ষেপ? পাক সংবাদ মাধ্যম সূত্র এখবর প্রকাশ করা হলেও পাক সরকারের তরফে কোনও মন্তব্য করা হয়নি৷

অন্যদিকে, জয়েশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারের মৃত্যু নিয়ে জল্পনার অবসান হল সোমবার। পাকিস্তানি সংবাদমাধ্যমের দাবি, গুরুতর অসুস্থ হলেও এখনও জীবিত পুলওয়ামা হামলার মূল পাণ্ডা। সূত্রের দাবি, গত কয়েক মাস মূত্রাশয়ে সংক্রমণ নিয়ে রাওয়ালপিন্ডির সেনা হাসপাতালে ভর্তি ছিল মাসুদ আজহার।

রবিবার সন্ধ্যায় সাড়ে সাতটা নাগাদ তাকে হাসপাতাল থেকে সরিয়ে ভাওয়ালপুরের গোথ ঘানি এলাকার জয়েশের একটি শিবিরে নিয়ে যাওয়া হয়েছে। এরপরই পাকিস্তানের ইমরান খানের সরকারের বিরুদ্ধে সরব হয়েছে জয়েশ-ই-মহম্মদ। তাদের দাবি, ভারত এবং আন্তর্জাতিক মহলের চাপের কাছে মাথা নত করেছে পাক সরকার। জয়েশের ওই দাবি যে সত্যি, তার প্রমাণ রবিবারই পাওয়া গিয়েছে। ইমরান খানের সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, রাষ্ট্রসঙ্ঘে মাসুদ আজহারকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণার পথে আর বাধা হয়ে দাঁড়াবে না। হঠাৎ এই পরিবর্তনের কারণ গত কয়েক দিনের ঘটনাক্রম দেখলে স্পষ্ট হবে। পুলওয়ামায় সেনার কনভয়ে হামলার পর পাকিস্তানের মদতপুষ্ট জয়েশের দিকে অভিযোগের আঙুল উঠলে প্রমাণ চেয়েছিল ইসলামাবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + 17 =