অবশেষে স্বস্তির বৃষ্টি, উদ্বেগ বাড়িয়ে ‘মেগা দাবানলে’র পূর্বাভাস অস্ট্রেলিয়ায়

পৃথিবীর মানচিত্রে অস্ট্রেলিয়া এখন কার্যত অগ্নিকুণ্ডের চেহারা নিয়েছে৷ গতবছর (২০১৯) সেপ্টেম্বর থেকে একটানা দাবানলের কবলে অস্ট্রেলিয়ার প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে একের পর এক শহর৷ অস্ট্রেলিয়ার দাবানল মোকাবিলায় কিছুটা আশার আলো দেখাচ্ছে বৃষ্টি৷ যদিও তা স্বল্পস্থায়ী৷ রবিবার (৫ জানুয়ারি) প্রথম বৃষ্টিপাত শুরু হয় অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস ও ভিক্টোরিয়া রাজ্যের কিছু এলাকায়৷ তবে এই বৃষ্টি আপাত স্বস্তি দিলেও এর থেকেও ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে বলেই সতর্ক করেছে আবহাওয়া দফতর৷

ক্যানবেরা: পৃথিবীর মানচিত্রে অস্ট্রেলিয়া এখন কার্যত অগ্নিকুণ্ডের চেহারা নিয়েছে৷ গতবছর (২০১৯) সেপ্টেম্বর থেকে একটানা দাবানলের কবলে অস্ট্রেলিয়ার প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে একের পর এক শহর৷ অস্ট্রেলিয়ার দাবানল মোকাবিলায় কিছুটা আশার আলো দেখাচ্ছে বৃষ্টি৷ যদিও তা স্বল্পস্থায়ী৷ রবিবার (৫ জানুয়ারি) প্রথম বৃষ্টিপাত শুরু হয় অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস ও ভিক্টোরিয়া রাজ্যের কিছু এলাকায়৷ তবে এই বৃষ্টি আপাত স্বস্তি দিলেও এর থেকেও ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে বলেই সতর্ক করেছে আবহাওয়া দফতর৷

কারণ নাসার উপগ্রহগুলি নিউ সাউথ ওয়েলস এবং ভিক্টোরিয়ার বিভিন্ন অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়া ধোঁয়া এবং এরোসোল পর্যবেক্ষণ করে বিস্তৃত আগুনের সন্ধান করছে৷ নাসার এক বিবৃতিতে বলা হয়েছে যে, আকস্মিক বৃষ্টিপাত এই অঞ্চলের বাসিন্দাদেরকে পুনরায় একত্রিত হওয়ার সুযোগ দিলেও আবহাওয়ার পূর্বাভাস হুঁশিয়ারি দিচ্ছে “মেগা-ফায়ার”-এর৷

অর্থাৎ বৃষ্টি কমলেই এরপর অত্যধিকভাবে বেড়ে যাবে তাপমাত্রা এবং কুয়াশা ও ধোঁয়ায় ঢাকা অঞ্চলগুলিতে  গরম, শুষ্ক আবহাওয়ার ফলে ধেয়ে আসা উষ্ণ ঝোড়ো হাওয়ায় ফলে বৃহস্পতিবারের (৯ জানুয়ারী) মধ্যে আগুন ফের একবার দ্রুত শক্তি বৃদ্ধি করবে৷  যা আগুন বিধ্বস্ত এলাকাগুলিতে আরও ধ্বংসাত্মক প্রভাব ফেলতে পারে৷