মহাকাশ থেকে লেন্সবন্দি বেগুনি রঙের বিদ্যুৎ ঝলক, মন্ত্রমুগ্ধ নেটিজেনরা

মহাকাশ থেকে লেন্সবন্দি বেগুনি রঙের বিদ্যুৎ ঝলক, মন্ত্রমুগ্ধ নেটিজেনরা

নয়াদিল্লি: মহাকাশ আমাদের কাছে এক চিরবিস্ময়৷ এক অজানা রহস্য৷ মহাকাশে ঘটে চলা বিভিন্ন ঘটনা আমাদের বিস্মিত করে তোলে৷ বিজ্ঞানীরা বিভিন্ন সময় মহাকাশে ঘটে চলা পরিবর্তনের সলুকসন্ধান পৌঁছে দেন মহাকাশপ্রেমীদের দরবারে৷ তুলে ধরেন এর অদ্ভূত সুন্দর রূপ৷ মহাকাশের এমনই এক রূপ ধরা পড়ল নাসার এক বিজ্ঞানীর ক্যামেরায়৷ 

বজ্রপাতের সময় বিদ্যুতের ঝলক যদি ক্যামেরাবন্দি করা হয়, তাহলে তার রূপ যে নিশ্চিতভাবেই আমাদের মোহিত করবে, তা হয়তো অনেকেই এক কথায় মেনে নেবেন৷ পৃথিবীর বুক থেকে বিদ্যুতের সৌন্দর্যে যদি আমরা একখানি মোহিত হতে পারি, তাহলে ভেবে দেখুন তো মহাকাশ থেকে এই দৃশ্য কতটা আসামান্য হতে পারে৷ নাসার মহাকাশ বিজ্ঞানী বব বেহনকেনের শেয়ার করা একটি ভিডিয়ো সেই ইঙ্গিতই দিয়ে গেল৷ এই ভিডিয়ো ক্লিপ আপনাকে নিশ্চিতভাবেই মন্ত্রমুগ্ধ করবে৷ 

বব বেহনকেনের টুইটারে শেয়ার করা ওই ভিডিয়ো ক্লিপে ধরা পড়েছে বহিঃবিশ্ব থেকে পৃথিবীর বায়ুমণ্ডলের একটি অংশ৷ ক্যামেরা ঘুরতে ঘুরতেই ধরা পড়ে এক অভূতপূর্ব দৃশ্য৷ দেখা যায় ঘন কালো মেঘের মধ্যে বেগুনি রং-এর বিদ্যুতের ঝলক৷ টুইট করা এই ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়, ‘উপর থেকে দেখা বজ্রপাত, বেগুনি রঙা এই ঝলক মন্ত্রমুগ্ধ করছে৷’’ 

গত ২২ জুলাই এই ভিডিয়োটি পোস্ট করেন বেহনকেন৷ ওই ভিডিয়ো ক্লিপটির ৬১ হাজার ভিউ হয়৷ সেইসঙ্গে নানাবিধ মন্তব্যে উপচে পড়ে কমেন্ট বক্স৷ অনেকেই আবার বিভিন্নরকম প্রশ্ন করেছেন বেহেনকেনকে৷ এক ইউজার বিস্ময় প্রকাশ করে লিখেছেন, ‘‘এত দ্রুত এই ছবি কী ভাবে ক্যামেরাবন্দি করলেন আপনি! নাকি এটি ধারাবাহিক রেকর্ডিং?’’ আবার অপর এক ইউজারের কথায়, ‘‘এমন বিদ্যুতের ঝলক দেখা সত্যিই বিস্ময়কর৷’’ অন্য এক ইউজার লিখেছেন ‘সত্যিই শ্বাসরুদ্ধ, সম্মোহিতকরণ’’৷ আবার সম্পূর্ণ ভিডিয়ো শেয়ার করার আর্জিও জানিয়েছেন কেউ কেউ৷