ছ’টি পা-দু’টি লেজ বিশিষ্ট কুকুর দেখে তাজ্জব নেট দুনিয়া

ছ’টি পা-দু’টি লেজ বিশিষ্ট কুকুর দেখে তাজ্জব নেট দুনিয়া

f428239e0a1b06e3e22a027363b112b6

 
ওকলাহোমা: কুকুরের ছ’টা পা, দু’টো লেজ! কত অলৌকিক ঘটনাই না ঘটে৷ সম্প্রতি ছ’টা পা আর দু’টো লেজ নিয়ে ভূমিষ্ঠ হওয়া কুকুরের ছানাটি আলোড়ন ফেলেছে সোশ্যাল মিডিয়ায়৷ সবাই অবাক, এও সম্ভব! ছানাটি জন্মেছে আমেরিকার ওকলাহোমায়৷

ছানাটিকে ওকলাহোমা পশু হাসপাতালে রাখা হয়েছে৷ মায়ের থেকে আলাদা রাখা হয়েছে এবং বোতলে করে খাবার খাওয়ানো হচ্ছে৷ ওকলাহোমা ভেটেরিনারি হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, কুকুর ছানাটির বয়স মাত্র এক সপ্তাহ। গত সপ্তাহে রেকর্ড শীতের ঝড়ের সময় সে শুধু যে জন্মেছে, তা নয়৷ দু’টি লেজ এবং ছ’টি পা-সহ অসামান্য বৈশিষ্ট্য নিয়েও জন্মেছে। এই ধরনের কুকরকে স্কিপার বলে৷ এখনও সে জীবিত এবং সম্পূর্ণ সুস্থ রয়েছে। এমনকী তার ছ’টি পা থাকা সত্ত্বেও সে দিব্যি হেঁটেচলে বেড়াচ্ছে৷

নীল ভেটেরিনারি হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক অ্যালিসন এভারেট তাঁর ফেসবুক পোস্টে ওই কুকুর ছানাটি প্রসঙ্গে বলেছেন, ‘তাঁর চিকিৎসা জীবনে এই ধরনের ছ’টি পা আর দু’টো লেজ বিশিষ্ট কুকুর ছানা তিনি এই প্রথম দেখলেন।’ তিনি আরও বলেন, এ জীবনে এই ধরনের ছ’টা পা বিশিষ্ট কুকুর আর তিনি আর দেখতে পাবেন কি না সন্দেহ। জানা গিয়েছে, ওই কুকুর ছানাটির শুধু ছ’টা, পা দু’টি লেজ নয়, মলদ্বারও রয়েছে দু’টি। তবে কুকুরটির মনোজফালাস ডিপাইগাস এবং মনোসেফালাস রাচিপাগাস ডাইব্রাকিয়াস টেট্রাপাস নামে জন্মগত অসুখ রয়েছে। যার কারণে এদের মাথা এবং বুক গহ্বর একটি থাকলেও শ্রোণী অঞ্চল, প্রজনন ব্যবস্থা এবং দু’টি মূত্রনালি রয়েছে।

4713a83a8bbdd0083c9ace6203df6936

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সম্ভবত দু’টি বেবি হওয়ার ছিল, যেটা জরায়ুতে ঠিকঠাক বেড়ে না ওঠায় এই কুকুর ছানাটি ত্রুটিযুক্ত হয়েছে৷ পশু চিকিৎসকরা জানিয়েছেন, তাঁদের সন্দেহ, কুকুর ছানাটির স্পিনা বিফিডাও রয়েছে এবং বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার শারীরিক থেরাপি এবং সহায়তার প্রয়োজন হতে পারে। তবুও এই কুকুর ছানাগুলি যথেষ্ট শক্তিশালী হয় বলে জানিয়েছেন তাঁরা। তবে তার প্রত্যেকটি অঙ্গ যথেষ্ট সক্রিয় এবং সে হাঁটাচলাও করতে পারছে। ইশারাও বুঝতে পারছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *