‘গান্ধী মূর্তিকেও রেহাই দেয়নি ঠগবাজের দল’, কৃষ্ণাঙ্গদের বিরুদ্ধে ফের বিস্ফোরক ট্রাম্প

‘গান্ধী মূর্তিকেও রেহাই দেয়নি ঠগবাজের দল’, কৃষ্ণাঙ্গদের বিরুদ্ধে ফের বিস্ফোরক ট্রাম্প

 

ওয়াশিংটন: কৃষ্ণাঙ্গ আমেরিকান জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর আমেরিকাজুড়ে জ্বলে উঠেছিল বিদ্রোহের আগুন৷ বিভিন্ন জায়গায় হিংসাত্মক রূপ নিয়েছিল প্রতিবাদী আন্দোলন৷ এদিন মিনেসোটায় এক নির্বাচনী সভায় জর্জ ফ্লয়েডের মৃত্যুর প্রতিবাদকারীদের বিরুদ্ধে আক্রমণ শানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ তিনি বলেন, ‘‘ওরা একটাই ঠগ যে, ওয়াশিংটন ডিসিতে মহত্মা গান্ধীর মূর্তিকেও ছাড়েনি৷’’

আরও পড়ুন-  কূলভূষণকে দেওয়া হবে না কোনও ভারতীয় আইনজীবী, ঘোষণা পাকিস্তানের

গত ২৫ মে মারা যান জর্জ ফ্লয়েডের৷ মিনিয়াপলিস পুলিশের এক সদস্যের হাঁটুর চাপে শ্বাসরুদ্ধ হয়ে প্রকাশ্য রাস্তায় মৃত্যু হয় অ্যাফ্রো-আমেরিকান জর্জের৷ তাঁকে মাটিতে ফেলে তাঁর গলার উপর হাঁটু দিয়ে চেপে ধরেছিলেন এক শেতাঙ্গ পুলিশ৷ জর্জের মৃত্যুর পরেই বর্ণবৈষম্যের প্রতিবাদে আমেরিকায় শুরু হয় তুমুল প্রতিবাদ৷ পথে নেমে প্রতিবাদ জানান কৃষ্ণাঙ্গ নাগরিকরা৷ ট্রাম্পের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয় তারা৷ পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে হোয়াইট হাউজের গোপন বাঙ্কারে লুকাতে বাধ্য হয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প৷

এখনও এই ঘটনা আমেরিকায় ছাই চাপা আগুনের মতো জ্বলছে৷ এই অবস্থায়  ইন্দো-মার্কিনিদের ভোট ধরে রাখতে গান্ধীজির মূর্তি ভাঙার প্রসঙ্গ তুলে ধরলেন  ট্রাম্প। তিনি বলেন, ‘‘আপনারা জানেন ওরা আব্রাহাম লিঙ্কনের মূর্তি ভাঙতে শুরু করেছিল৷ আমি ওদের বাধা দিই৷ এর পর ওরা জর্জ ওয়াশিংটন, টমাস জেফারসনের মূর্তির উপরেও হামলা চালায়৷’’ এর পেরই ওয়াশিং ডিসির হামলার প্রসঙ্গ তুলে ধরেন ট্রাম্প৷ তিনি বলেন, ‘‘প্রতিবাদীরা গান্ধীজিকেও ছাড়েনি৷ গান্ধীজি শুধুমাত্র শান্তি চেয়েছিলেন৷ আমরাও শান্তি চাই৷ কিন্তু প্রতিবাদীরা গান্ধীজির মূর্তিও ভেঙে ফেলেছে৷ আমার মনে হয়, ওরা এটাও জানে না যে কত বড় অন্যায় করেছে৷ ওরা আসলে ঠগবাজের দল৷’’ 

আরও পড়ুন- বিতর্কিত গিলগিট-বালটিস্তানকে স্বীকৃতি দিতে মরিয়া ইমরান সরকার

এদিন সমাবেশে উপস্থিত মানুষের সামনে ট্রাম্প বলেন, ‘‘আমি একটি নির্দেশ জারি করেছি৷ যারা এই ধরনের কাজ করবে, তাদের ১০ বছরের জন্য জেলে পাঠানো হবে৷ এবার আর কেউ মূর্তি ভাঙার সাহস দেখাবে না৷’’     

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *