ওয়াশিংটন: কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না করোনায় আমেরিকাতে মৃত্যু সংখ্যা৷ আমেরিকায় গত ২৪ ঘণ্টায় ৩,১৭৬ জনের মৃত্যু হয়েছে৷ আমেরিকায় করোনায় মোট মৃতের সংখ্যা ৫০ হাজারের কাছে চলে গিয়েছে৷ এই পরিস্থিতিতে আজব দাওয়াই দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ তিনি করোনা আক্রান্ত রোগীদের শরীরে জীবানু নাশক প্রয়োগের কথা শোনালেন৷ তিনি জানালেন, এভাবে কোনও গবেষক চিন্তা করেননি৷ তবে এই পদ্ধতি অবলম্বন করলে চমকপ্রদ ফল পাওয়া যাবে বলেও তিনি আশা প্রকাশ করেছেন৷
জানা গিয়েছে, হোয়াইট হাউসে করোনা মোকবিলার জন্য একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে৷ টাস্ক ফোর্সের কাছেই ট্রাম্প নিজের মতামত পোষন করেন বলে গিয়েছে৷ আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ত বিভাগের ভারপ্রাপ্ত প্রধাম উইলিয়ামস ব্রায়ান করোনা ভাইরাসের ওপর জীবানু নাশক, সূর্যরশ্মি ও তাপের প্রভাব সংক্রান্ত একটি গবেষণার সারসংক্ষেপ প্রকাশ করেন৷ তিনি দাবি করেছেন, সূর্যের আলো ও তাপে করোনা ভাইরাস অনেকটাই দূর্বল হয়ে পড়ে৷ তিনি জানিয়েছেন, জীবানু নাশক ব্লিচ মাত্র পাঁচ মিনিটের মধ্যে লালা বা শ্বাসযন্ত্রে করোনা ভাইরাসকে মেরে ফেলতে পারে৷ আইসোপ্রোপাইল অ্যালকোহল ভাইরাসকে আরও দ্রুত কাবু করতে পারে বলেও মনে করেন তিনি৷ এরপরেই ট্রাম্প গবেষকদের করোনা আক্রান্ত রোগীদের এসব প্রয়োগ করা যায় কি না, তা খতিয়ে দেখার অনুরোধ করেন৷
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ‘আপনারা অতিবেগুনি বা শক্তিশালী কোনও রশ্মি করোনা আক্রান্ত রোগীর দেহে দিয়ে পরীক্ষা করতে পারেন৷ আমি নিশ্চিত, এই রকম পরীক্ষা আপনারা আগে কখনও করেননি৷’ তিনি বলেন, ‘জীবানু নাশক কয়েক মিনিটের মধ্যে করোনা ভাইরাসকে কাবু করতে পারে৷ আমরা এই নিয়ে কিছু করতে পারি না৷ আমরা এই নিয়ে ভাবলে সফল হবো বলে আমার মনে হয়৷’
করোনা ভাইরাসের জেরে শুধু নিউ ইয়র্কে মারা গিয়ছেন ১৫,৭৪০ জন৷ আক্রান্ত হয়েছেন৷ নিউ ইয়র্কে করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় দুই লক্ষ ৬৩ হাজার মানুষ৷ নিউ ইয়র্কের পর সব থেকে খারাপ পরিসিথিতি নিউ জার্সিতে৷ সেখানে প্রায় এক লক্ষ মানুষ আক্রান্ত হয়েছেন৷ করোনায় আক্রান্ত হয়ে পাঁচ হাজারের বেশি মানুষ মারা গিয়েছে৷ আমেরিকার বিভিন্ন প্রদেশে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়ে গিয়েছে৷