অভাবনীয়, এক সঙ্গে ৬ সন্তানের জন্ম দিয়ে নজির গড়লেন এই মহিলা

আজ বিকেল: একসঙ্গে ছয়সন্তানের জন্ম দিয়ে পোল্যান্ডে নজির গড়লেন বছর ঊনত্রিশের এক মহিলা। সেদেশে এর আগে এই সেক্সটুলেটসের ঘটনা ঘটেনি। এখন যমজ সন্তানের জন্মের ঘটনা আকছার ঘটছে। অনেক সময় একসঙ্গে তিন সন্তানেরও জন্ম দিচ্ছেন মা। কিন্তু তাই বলে ছয় সন্তানের জন্ম দেওয়া, বিরলতম ঘটনা ছাড়া আর কিছুই হতে পারে না। একই সঙ্গে চার কন্যা ও দুই

অভাবনীয়, এক সঙ্গে ৬ সন্তানের জন্ম দিয়ে নজির গড়লেন এই মহিলা

আজ বিকেল: একসঙ্গে ছয়সন্তানের জন্ম দিয়ে পোল্যান্ডে নজির গড়লেন বছর ঊনত্রিশের এক মহিলা। সেদেশে এর আগে এই সেক্সটুলেটসের ঘটনা ঘটেনি। এখন যমজ সন্তানের জন্মের ঘটনা আকছার ঘটছে। অনেক সময় একসঙ্গে তিন সন্তানেরও জন্ম দিচ্ছেন মা। কিন্তু তাই বলে ছয় সন্তানের জন্ম দেওয়া, বিরলতম ঘটনা ছাড়া আর কিছুই হতে পারে না। একই সঙ্গে চার কন্যা ও দুই পুত্রের জন্ম দিয়েছেন ওই মহিলা। সোমবার অভিনব ঘটনাটি ঘটেছে পোল্যান্ডের ক্রাকউ শহরের ইউনিভার্সিটি হাসপাতালে।

বলা বাহুল্য, সেদেশে এক সঙ্গে ছ’টি বাচ্চার জন্ম বা সেক্সটুপলেটস প্রথমবারের জন্য ঘটল। এমন ঘটনা লাখে একটাই ঘটে থাকে। প্রত্যেকটি বাচ্চার ওজন ৮৯০ গ্রাম থেকে ১ কিলোগ্রাম ৩০০ গ্রামের মধ্যে বলে জানিয়েছেন চিকিৎসকরা। গর্ভাবস্থার ২৯ সপ্তাহে ছ’টি সন্তানের জন্ম দিয়েছেন ওই মহিলা। এর আগে ওই মহিলার দু’বছর বয়সী একটি পুত্র সন্তানও রয়েছে। সেক্সটুপলেট-এর পর ওই মহিলাকে টুইটারে অভিনন্দন জানিয়েছেন পোল্যান্ডের প্রেসিডেন্ট অ্যান্দ্রেজ দুদা।

চিকিৎসা বিজ্ঞানে এমন ঘটনা খুব একটা ঘটে না। তায় পোল্যান্ডে প্রথম ঘটায় দেশ জুড়েই শোরগোল শুরু হয়েছে প্রশাসনিক ভাবে শুভেচ্ছে, আত্মীয় পরিজনদের থেকে অনেক অভিনন্দন ও উপহার পেয়েছেন ওই মহিলা। হাসপাতালে ছয় শিশু তাদের মাকে দেখতে ভিড় উপচে পড়েছে। সবাই এই বিরল দৃশ্যের সাক্ষী হতে চায়। একবার ছুঁয়ে দেখতে চায় ওই মহিলাকে। হাসপাতাল চত্বর সংবাদমাধ্যমের প্রতিনিধিদের ভিড়ে থিক থিক করছে। অন্যান্য প্রসূতিরা প্রথমটায় ঘাবড়ে গেলেও গোটা বিষয়টি উপভোগ করছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 2 =