ঢাকা: এবার রামকৃষ্ণদেবের নামাংকিত বিদ্যালয়ের প্রশ্নপত্রে পর্ন তারকারে নাম! নবম শ্রেণির বাংলার প্রথম পত্রের প্রশ্নপত্রে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নামের বিকল্প এবার মিয়া কালিফা৷ আম-আটির-ভেঁপু রচয়িতার বিকল্পে সানি লিওনির নাম৷ সোশ্যাল মিডিয়ার দৌলতে ভাইরাল বাংলাদেশের ঢাকার রামকৃষ্ণ উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির বাংলার প্রথম পত্রের প্রশ্নপত্র৷
প্রশ্ন রয়েছে আম-আটির-ভেঁপু কার রচিত? বিকল্পে রয়েছে সানি লিওনির নাম। প্রশ্নে বিকল্প উত্তরের তালিকায় রয়েছে সানি লিওন ও মিয়া খলিফার মতো পর্ন তারকাদের নাম৷ বাংলা প্রথম পত্রের ২১ নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে, আমের আটির ভেঁপুর রচয়িতা কে? তার সম্ভাব্য উত্তরে রয়েছে সানি লিওনির নাম। শুধু তাই নয়, বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কী? সম্ভাব্য যে চারটি বিকল্প রয়েছে, তার মধ্যে রয়েছে মিয়া খলিফার নাম। যদিও বানান লেখা হয়েছে মিয়া কালিফা৷
সোশ্যাল মিডিয়ায় প্রশ্নপ্রত্র ফাঁস হওয়ার ঘটনার ঢাকার রামকৃষ্ণ মিশনের প্রধান জয়প্রকাশ সরকারের যুক্তি, ‘‘এটা অনিচ্ছাকৃত ভুল৷ নবম শ্রেণির প্রশ্নপত্রটি তৈরি চূড়ান্ত করেছিলেন শিক্ষক শঙ্কর চক্রবর্তী৷ ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে৷ ভুল স্বীকার করে শঙ্কর চক্রবর্তী দাবি করেছেন, ‘‘এটা মানবিক ভুল। বির্তক হবে বুঝতে পারিনি। প্রধান শিক্ষকের পায়ে ধরে ক্ষমা চেয়েছি। এমন ভুল আর হবে না৷’’