ভ্যাটিকান: যৌননিগ্রহ করা হয়েছে সন্ন্যাসিনীদের, একটি ক্ষেত্রে তাঁদের যৌনদাসী করেও রাখা হয়েছিল। কবুল করলেন খোদ পোপ ফ্রান্সিস। তিনি বলেন, এর আগে পোপ বেনেডিক্টকে সন্ন্যাসিনীদের একটা গোটা জমায়েতই বন্ধ করে দিতে হয়েছিল। কারণ সেখানে পুরোহিতরা তাঁদের যৌনলাঞ্ছনা করছিলেন।
পোপের দফতর জানিয়েছে, সেই জমায়েতটি ছিল ফ্রান্সে। এই প্রথম পোপ সন্ন্যাসিনীদের যৌননিগ্রহের কথা স্বীকার করলেন। তাঁর আশ্বাস, চার্চ এটা বন্ধ করার চেষ্টা চালাচ্ছে। মধ্যপ্রাচ্য সফরের সময় পোপ সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেছেন। তিনি বলেন, সন্ন্যাসিনীদের লাঞ্ছনা নতুন নয়। তবে কয়েকটি জমায়েতেই এটা বেশি হয়েছে, বিশেষকরে, নতুনগুলিতে। গত নভেম্বরে সন্ন্যাসিনীদের বিশ্ব সংগঠন এনিয়ে নীরবতা ভেঙে সরব হওয়ার কথা বলেছিল। ভ্যাটিকানের মহিলা পত্রিকায় এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। তারা বলেছে, কয়েকটি ক্ষেত্রে পুরোহিতদের অবৈধ সন্তানদের গর্ভপাত করে নষ্ট করার মতো ঘটনাও ঘটেছে।