হাজার হাজার ছারপোকার আক্রমণে বন্ধ হয়ে গেল প্যারিসের একটি থানা। রবিবার উত্তরপূর্ব প্যারিসের ওই থানার ফটকে নোটিশ লটকে দেওয়া হয়েছে, থানা এখন বন্ধ থাকবে।
রক্তচোষা ছারপোকারা থানায় ছেয়ে গিয়েছে। কীটনাশক দিয়ে মারার বহু চেষ্টা করেও ফল হয়নি। তিন সপ্তাহ আগে এই সমস্যার সূত্রপাত। পুলিশের অফিসার-কর্মীরা থানায় বসে পাগলের মতো গা চুলকোচ্ছেন। কারও কারও সারা গা জুড়ে কামড়ের দাগ।শুধু তাই নয়, অজান্তেই তাঁরা ছারপোকাদের বয়ে নিয়ে যাচ্ছেন বাড়িতে। সেখানে আক্রান্ত হচ্ছে তাঁদের পরিবার। পুলিশের ইউনয়িন দাবি করেছে, আগে গোটা থানাকে পোকামুক্ত করতে হবে। অনেক আগেই তা করা উচিত ছিল। সোমবারই তাঁরা দেখা করছেন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। তবে কবে থানা ফের খুলবে তা জানা যায়নি।