রাষ্ট্রপুঞ্জ: রাষ্ট্রপুঞ্জের সাধারণসভায় নাম না করে পাকিস্তানকে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ তিনি বুঝিয়ে দিলেন সন্ত্রাসের সঙ্গে কোনও সমঝোতা নয়৷ প্রধানমন্ত্রী বলেন, যে দেশ সন্ত্রাসবাদীদের ব্যবহার করছে, সেই দেশের কাছেও সন্ত্রাসবাদীরা সমান বিপজ্জনক৷ আফগানিস্তানের মাটিকে যেন সন্ত্রাসের কাজে ব্যবহার করা না হয়৷
আরও পড়ুন- ‘শুভ কর্মপথে ধর নির্ভয় গান’, রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় মোদীর মুখে রবীন্দ্রনাথের কবিতা
প্রসঙ্গত, তালিবান আফগানিস্তান দখল নেওয়ার পর থেকেই ভারতের অবস্থান কী হবে, তা জানার অপেক্ষায় ছিল গোটা বিশ্ব৷ এদিন আফগানিস্তান নিয়ে ভারতের অবস্থান কার্যত স্পষ্ট করে দিলেন প্রধানমন্ত্রী৷ নাম না করে কড়া হুঁশিয়ারি দিলেন পাকিস্তানকেও৷ এদিকে, তালিবান সরকারকে সমর্থন জানিয়েছে পাকিস্তান৷ এদিন পড়শি দেশের উদ্দেশে কড়া বর্তা দিয়ে মোদী বলেন, “আফগানিস্তানের মাটি ব্যবহার করে সন্ত্রাসমূলক কার্যকলাপের করা চলবে না। সে দেশের পরিস্থিতির সুযোগ যেন অন্য কোনও দেশ না নেয়।” সেই সঙ্গে তাঁর হুঁশিয়ারি, কেউ সন্ত্রাসবাদকে রাজনৈতিক হাতিয়ার করলে, তাদেরও মনে রাখতে হবে যে, একটা সময় সন্ত্রাসবাদ তাদের জন্যেও বিপজ্জনক হবে৷
আরও পড়ুন- অধিকৃত কাশ্মীর ছেড়ে দিক পাকিস্তান! হুঙ্কার দিল ভারত
এদিনে রাষ্ট্রপুঞ্জে দাঁড়িয়ে ভারতীয় গণতন্ত্রের জয়গান করেন প্রধানমন্ত্রী৷ বলেন, ভারতের আত্মনির্ভর হওয়ার কথা৷ সেই সঙ্গে ভারতে এসে টিকা তৈরির আহ্বানও জানান তিনি৷