১৩৩ জন যাত্রী নিয়ে ভেঙে পড়ল বিমান! অনেক মৃত্যুর আশঙ্কা

১৩৩ জন যাত্রী নিয়ে ভেঙে পড়ল বিমান! অনেক মৃত্যুর আশঙ্কা

বেজিং: ভয়াবহ বিমান দুর্ঘটনা চিনে। ১৩৩ জন যাত্রী নিয়ে ভেঙে পড়ল বোয়িং ৭৩৭ বিমান।  ভারতীয় সময় সোমবার দুপুরে এই খবর সামনে আসে। আশঙ্কা করা হচ্ছে, এই দুর্ঘটনায় কেউই বেঁচে নেই। যদিও এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। চিনের উওজোউ শহরের কাছে গুয়াংগজি এলাকায় বিমানটি ভেঙে পড়ে।

আরও পড়ুন- পর পর বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের শিয়ালকোটের সেনা ঘাঁটি, অস্ত্রাগারে আগুন

চিনের একটি সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, পাহাড়ের মধ্যে জঙ্গেলে ঘেরা একটি জায়গায় ওপর দিয়ে ওই বিমান যাচ্ছিল। সেই সময়ে অজ্ঞাত কোনও কারণে সেই বিমানে আগুন লেগে যায়। এই এলাকাতেই বিমানটি ভেঙে পড়তে দেখে অনেকেই। ইতিমধ্যেই একটি ভিডিও ভাইরাল হয়েছে এই দুর্ঘটনার যেখানে দেখা যাচ্ছে, আগুন লাগার পর দ্রুত গতিতে নীচে নামতে শুরু করেছে বিমানটি। শেষ পাওয়া খবর, যেখানে বিমান ভেঙে পড়েছে সেখানে পৌঁছেছে উদ্ধারকারি দল। ঘটনাস্থলের কিছু ভিডিয়ো নেট মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেগুলির সত্যতা যাচাই করেনি আজ বিকেল। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি। তবে আশঙ্কা, কেউ বেঁচে থাকবে না।

চিনা সরকারি টিভি চ্যানেলে খবরটি প্রথম সম্প্রচার করা হয়৷ তাদের রিপোর্ট অনুযায়ী, অভিশপ্ত বিমানটি চিনা বিমান সংস্থা চায়না ইস্টার্ন প্যাসেঞ্জারের বোয়িং ৭৩৭ বিমান। বিমানটি কুনমিং থেকে গুয়াংঝাউ যাচ্ছিল৷ গন্তব্যে পৌঁছনোর আগেই উওজোউ শহরের কাছে গুয়াংগজি এলাকায় সেটি ভেঙে পড়ে৷ পাহাড়ের মধ্যে জঙ্গেলে ঘেরা এলাকায় বিমানটি ভেঙে পড়ার পরেই দাউ দাউ করে আগুন ধরে যায়। সংবাদ সংস্থা  জিনহুয়া জানাচ্ছে, দ্রুত অকুস্থলে পৌঁছানোর চেষ্টা শুরু করে উদ্ধারকারী দল। দুর্ঘটনাগ্রস্থ বিমানটি সাড়ে ছয় বছরের পুরনো বলে জানা গিয়েছে৷ দুর্ঘটনার বেশ কিছু ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যদিও সেগুলির সত্যতা যাচাই করেনি আজ বিকেল.কম। তবে ভিডিয়োগুলিতে দেখা গিয়েছে, পাহাড়ের মধ্যে থেকে বেরিয়ে আসছে গাঢ় কালো ধোঁওয়া। ইতিমধ্যেই কয়েকটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে বলে জানা গিয়েছে৷ বিমানের কোনও যাত্রী বেঁচে রয়েছে কিনা, তা নিয়ে সংশয় রয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + twelve =