সিটি অফ ভিক্টোরিয়া: আজকাল মেট্রোয় মানুষের সঙ্গে সঙ্গে শূকররাও সফর করছে, সে কি কথা! শুনতে আজব হলেও বাস্তবে এমনটা ঘটেছে৷ তবে এদেশে নয়, বিদেশে৷ হংকংয়ে৷ সম্প্রতি এই সংক্রান্ত অদ্ভুত ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা নেট দুনিয়ায় সাড়া ফেলে দিয়েছে৷
ভিডিওটিতে দেখা যাচ্ছে, হংকংয়ের একটি সাবওয়ে ট্রেন, আমাদের এখানে সেটাকেই মেট্রো বলে, সেখানে ভর্তি লোকজনের মাঝখান দিয়ে হঠাৎই একটি বন্য শূকর দৌড়তে শুরু করে৷ সেও বুঝে উঠতে পারছে না কোথায় এসে পড়েছে৷ ট্রেনটিতে মানুষের ভিড় দেখে ভয়ও পেয়ে গিয়েছে৷ অবশ্য ট্রেনে উপস্থিত যাত্রীদের অবস্থাও খুব খারাপ৷ তাঁরাও এই নতু সহযাত্রীকে দেখে ভয়ে সিঁটিয়ে রয়েছেন৷ এই ভিডিওটি এখন নেট মাধ্যমে ভাইরাল৷ শূকরটিকে বার করতে সাবওয়ের কর্মীরা প্রথমে ব্যর্থ হন৷ কারণ সে ধরা পড়ার ভয়ে ছুটে বেরাচ্ছেল৷ আর তাতেই নাকানিচোবানি অবস্থা সকলের৷ যদিও এতে কারও কোনও চোট লাগেনি বা ক্ষতি হয়নি৷
স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, শূকরটি হংকংয়ের কোয়েরি বে স্টেশনে টিকিট গেটের ফাঁক গলে কোনওভাবে মেট্রো স্টেশনে ঢুকে যায়৷ ট্রেনের কর্মীরা শূকরটিকে ধরার চেষ্টা করতে গেলে, সে এতটাই ছোটাছুটি করতে থাকে যে, তাঁরা শূকরটিকে ধরতে অসমর্থ হন৷ তারপর সে কয়েকটি স্টেশন পরে ওই ট্রেন থেকে নেমে যায়৷ এরপর ভিক্টোরিয়া হারবারগামী একটি ট্রেনে আবার উঠে পড়ে৷ আধিকারিকরা জানিয়েছেন, ট্রেনটিকে অন্য রুটে ঘোরানো হয়৷ যেখানে কৃষি, মৎস, সংরক্ষণ বিভাগের আধিকারিকরা মেট্রোতে ওঠেন এবং সুরক্ষিত ভাবে শূকরটিকে ধরতে সমর্থ হন৷ এরপর তাকে জঙ্গলে ছেড়ে দিয়ে আসেন৷
হংকং পুরোপুরি একটি শহর, যেখানে অনেক আকাশছোঁয়া বাড়ি রয়েছে৷ তার চারপাশে বেশ কিছু বনাঞ্চল ও পার্কল্যান্ড আছে৷ সেখানে বহু ধরনের বন্যপ্রাণী মধ্যে শূকরও রয়েছে৷ এই শূকরগুলি যখন তখনই ব্যস্ত রাস্তাতেই বেরিয়ে পড়ে দৌড়তে থাকে৷