থাইল্যান্ডের রাজার সঙ্গিনীর নগ্ন ছবি ফাঁস, অভিযোগের তীর কার দিকে?

ব্যাংকক: রাজ পরিবারের অন্দরের লড়াইয়ের ছবি চলে আসছে আজীবনকাল। থাইল্যান্ডের রাজপরিবারও ব্যতিক্রম নয়। সম্প্রতি সেই বিদ্বেষের ছবি এসেছে জনসমক্ষে। ফাঁস হয়ে গিয়েছে থাইল্যান্ডের রাজার সঙ্গিনীর আপত্তিকর ছবি। প্রায় এক হাজার ছবি ফাঁস হয়েছে তার মধ্যে শতাধিক ছবিতে নগ্নাবস্থায় দেখা গিয়েছে তাঁকে। সেই ছবিগুলি ইতিমধ্যেই ভাইরাল। ছবি ফাঁসের পিছনে রাজার কোনও স্ত্রীর চক্রান্ত থাকতে পারে বলে অনুমান।

ব্যাংকক: রাজ পরিবারের অন্দরের লড়াইয়ের ছবি চলে আসছে আজীবনকাল। থাইল্যান্ডের রাজপরিবারও ব্যতিক্রম নয়। সম্প্রতি সেই বিদ্বেষের ছবি এসেছে জনসমক্ষে। ফাঁস হয়ে গিয়েছে থাইল্যান্ডের রাজার সঙ্গিনীর আপত্তিকর ছবি। প্রায় এক হাজার ছবি ফাঁস হয়েছে তার মধ্যে শতাধিক ছবিতে নগ্নাবস্থায় দেখা গিয়েছে তাঁকে। সেই ছবিগুলি ইতিমধ্যেই ভাইরাল। ছবি ফাঁসের পিছনে রাজার কোনও স্ত্রীর চক্রান্ত থাকতে পারে বলে অনুমান।

থাইল্যান্ডের রাজা মহা ভজিরালঙ্কর্নেরের তিনজন স্ত্রী ছিলেন। কিন্তু পরে ডিভোর্স হয়ে যায়। এখন থাইল্যান্ডের রাজা সিনিনাত ওয়ংবাজিরাপাকডি নামের এক তরুণীর সঙ্গে থাকেন। তাঁর ছবিই ফাঁস হয়ে গিয়েছে। অনুমান, রাজার তিন প্রাক্তন স্ত্রীদের মধ্যে কেউ প্রতিহিংসাবশত ওই ছবি ফাঁস করেছেন। এই ছবি ব্রিটিশ সাংবাদিক অ্যান্ড্রু ম্যাকগ্রেগর মার্শালের কাছে পাঠানো হয়েছিল। 

এ প্রসঙ্গে উল্লেখ্য, মার্শালের সঙ্গে থাইল্যান্ডের প্রশানিক কর্তাব্যক্তিদের সম্পর্ক খুব একটা সুখকর নয়। তিনি থাইল্যান্ডের চরম বিরোধী হিসেবেই পরিচিত। মার্শাল নিজেও সেকথা অস্বীকার করেন না। তিনি জানিয়েছেন, মাস তিনেক আগে তাঁকে একটি ডাক মারফৎ একটি খাম পাঠানো হয়েছিল। সেই খামে ছিল একটি এসডি কার্ড। ছবিগুলো ছিল সেই এসডি কার্ডেই। সেখানে মোট ১ হাজার ৪৪৩টি সিনিনাত ওয়ংবাজিরাপাকডির ছবি ছিল। মার্শাল জানিয়েছেন, ওই ছবিগুলি সম্ভবত নিজেই তুলেছিলেন সিনিনাত। সেখান থেকেই কোনওভাবে ছবিগুলি হ্যাক করা হয়।

তবে সিনিনাতের ছবিগুলি এখনকার নয়। সেগুলি তোলা হয়েছে ২০১২ থেকে ২০১৪ সালের মধ্যে। থাইল্যান্ডের ৬৮ বছরের রাজা মহা ভজিরালঙ্কর্নের তাঁর ৩৫ বছরের বান্ধবী সিনিনাত ওয়ংবাজিরাপাকডিকে স্বীকৃতি দেন গত বছরের আগস্টে। রাজার বিবাহবহির্ভূত সম্পর্ককে মান্যতা দেওয়া নিয়ে সেই সময় উত্তাল হয়েছিল থাইল্যান্ড। কারণ সে দেশের ইতিহাসে এমন ঘটনা আগে ঘটেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + 3 =