‘ভ্যাকসিন নিতে অনিচ্ছুক হলে ভারত চলে যান, রাষ্ট্রপ্রধানের মন্তব্যে বিতর্ক

‘ভ্যাকসিন নিতে অনিচ্ছুক হলে ভারত চলে যান, রাষ্ট্রপ্রধানের মন্তব্যে বিতর্ক

ফিলিপিন্স: ফের বিতর্কিত মন্তব্য করে সংবাদ শিরোনামে ফিলিপিন্সের প্রেসিডেন্ট রডরিগো দুতার্তে। এবার করোনা পরিস্থিতি নিয়ে ভারত ও আমেরিকাকে কটাক্ষ করে দৃষ্টিকটূ মন্তব্য করলেন তিনি।

গত সোমবার জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে দুতার্তে বলেন, ‘ভ্যাকসিন নিতে অনিচ্ছুক হলে, ভারত চলে যান। অথবা আমেরিকায় চলে যান। যেখানে মন চায় চলে যান৷’ ভ্যাকসিন নিতে না চাইলে, গ্রেফতার করা হবে বলেও জানান তিনি৷ তিনি বলেন, ‘আমাকে ভুল বুঝবেন না৷ করোনা রুখতে আমাদের চেষ্টা আরও তিনগুণ বাড়িয়ে তুলতে হবে। আমাদের দেশটি ভীষণ সমস্যার সম্মুখীন হয়েছে৷ এখন জরুরি অবস্থার সামিল৷ যদি আপনারা টিকা নিতে না চান, তা হলে বাধ্য হব আপনাদের গ্রেফতার করতে৷ এরপর জোর করে আমি আপনাদের টিকার ডোজ ইনজেক্ট করব৷ আমরা ইতিমধ্যেই সমস্যায় আছি৷ আপনারা তা আরও বাড়িয়ে তুলছেন৷’ এরপরই তিনি বলেন, ‘ সুতরাং সমস্ত ফিলিপিন্সবাসী কান দিয়ে শুনুন, আমাকে এসব করতে বাধ্য করবেন না৷ এটা করার জন্য আমার কাছে যথেষ্ট সেনা রয়েছে৷ কেউই তা পছন্দ করবেন না৷ এরপরও যদি আপনারা টিকা নিতে না চান, তাহলে ফিলিপিন্স ছেড়ে চলে যান৷ ভারতে চলে যান বা অন্য কোথাও, যেমন আমেরিকা৷ তবে যদি এখানে থাকতে হয় তো টিকা নিতে হবে৷’ 

করোনা মোকাবিলায় ফিলিপিন্সে কড়া বিধিনিষেধ জারি করেছেন সেখানকার প্রেসিডেন্ট। তবে লকডাউন করতে তাঁর প্রশাসন অত্যাধিক বলপ্রয়োগ করেছে বলে অভিযোগ৷ কিন্তু তুমুল সমালোচনার মুখে পড়েও তিনি যে দমে যাওয়ার পাত্র নন, তা আরও একবার বিতর্কিত মন্তব্য করে বুঝিয়ে দিলেন প্রেসিডেন্ট দুতার্তে। উল্লেখ্য, গত বছর করোনা রুখতে দেশে জারি করা কড়া লকডাউনে বিধিনিষেধ ভঙ্গকারীদের গুলি করে মারার হুমকি দিয়েছিলেন তিনি। তবে চলতি বছরে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও, রাজধানী ম্যানিলা-সহ একাধিক শহরে সংক্রমণ বাড়ে৷ ফলে ফের বিধিনিষেধ জারি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × three =