OT-তে শুয়ে গিটার বাজাতে ব্যস্ত রোগী, ভাইরাল ভিডিও

তখনও শেষ হয়নি মস্তিষ্কে জটিল অস্ত্রোপচার৷ অস্ত্রোপচারের চলাকালীন অপারেশন থিয়েটারের টেবিলে শুয়ে গিটার বাজাতে ব্যস্ত রোগী৷ বাজিয়ে চলেছে যন্ত্রণা মন্ত্রীর রাগ৷ থিয়েটারের টেবিলে শুয়ে গিটার বাজানোর ভিডিও প্রকাশ্যে আসতেই ভাইরাল রোগীর কৃত্যি৷ মুসা মানজিনি৷ পেশায় মিউজিশিয়ান৷ দক্ষিণ আফ্রিকার মুসার শরীরে বাসা বেঁধে ছিল মারণ রোগ৷ ব্রেন টিউমারে আক্রান্ত৷চিকিৎসকেরা জানিয়েছিলেন, দ্রুত অস্ত্রোপচার প্রয়োজন৷ সেই মতোই ব্যবস্থাপনায়

OT-তে শুয়ে গিটার বাজাতে ব্যস্ত রোগী, ভাইরাল ভিডিও

তখনও শেষ হয়নি মস্তিষ্কে জটিল অস্ত্রোপচার৷ অস্ত্রোপচারের চলাকালীন অপারেশন থিয়েটারের টেবিলে শুয়ে গিটার বাজাতে ব্যস্ত রোগী৷ বাজিয়ে চলেছে যন্ত্রণা মন্ত্রীর রাগ৷ থিয়েটারের টেবিলে শুয়ে গিটার বাজানোর ভিডিও প্রকাশ্যে আসতেই ভাইরাল রোগীর কৃত্যি৷

মুসা মানজিনি৷ পেশায় মিউজিশিয়ান৷ দক্ষিণ আফ্রিকার মুসার শরীরে বাসা বেঁধে ছিল মারণ রোগ৷ ব্রেন টিউমারে আক্রান্ত৷চিকিৎসকেরা জানিয়েছিলেন, দ্রুত অস্ত্রোপচার প্রয়োজন৷ সেই মতোই ব্যবস্থাপনায় শুরু হয়৷ মস্তিষ্কের জটিল অপারেশন শুরু হয়৷ সফলও হয় অস্ত্রোপচার৷ অস্ত্রোপচারের ধকল কাটিয়ে গিটার হাতেই নিজের যন্ত্রণা তুলে ধরেন মুসা মানজিনি৷

রোগীর করুন সুর ক্যামেরা বন্দি করতে এক মুহূর্ত দেরি করেননি হাসপাতাল কর্মীরা৷ ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই বিদ্যুতের গতিতে ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়৷ রোগীর গিটার শুনে হতবাক নেটিজেনরাও৷

এর আগে ২০১৫ সালে অপারেশন চলাকালীন অপারেশন থিয়েটারের টেবিলে শুয়েই স্যাক্সাফোন বাজিয়েছিলেন স্পেনের এক মিউজিশিয়ান। ২০১৪ সালে নেদারল্যান্ডসেও ঘটে একই ধরণের ঘটনা। মস্তিষ্কের অস্ত্রোপচার চলাকালীন গান গেয়েছিলেন এক অপেরা সিঙ্গার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − twenty =