প্যারিস: ফ্রান্সের রাজধানী প্যারিসের ঘ্রঁ বুলেভার্দের রু ত্র্যাভির ৯ ডিস্ট্রিক্টের একটি বেকারিতে গ্যাস লিক করে বিষ্ফোরণের জেরে আহত হয়েছেন বহু মানুষ৷ শনিবার ভারতীয় সময় ১টা ৩০ নাগাদ বিষ্ফোরণে কেঁপে ওঠে বাড়িটির একতলায় থাকা বেকারিটি৷
বিষ্ফোরণের সম্পুর্ণ উড়ে যায় বেকারিটি৷ তারপরই আগুন লেগে যায় বাড়িতে। আগুন ছড়িয়ে পরে পাশের বাড়ি গুলিতেও। দমকলের বহু ক্ষনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও সাধারণ মানুষের জন্য সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে ওই চত্বর। খালি করে দেওয়া হয়েছে বাড়িটি। এই ঘটনায় হতাহতের কোনও খবর না থাকলেও প্যারিস পুলিশ জানিয়েছে আহত হয়েছেন প্রায় ৩৬জন তাঁদের গুরুতর আহত হয়েছেন ১২জন ৫জনের অবস্থা আশঙ্কাজনক।