নাচ-মডেলিংয়ের ‘নোংরা’ শখ বোনের, গুলি করে মারল দাদা

নাচ-মডেলিংয়ের ‘নোংরা’ শখ বোনের, গুলি করে মারল দাদা

ইসলামাবাদ: একুশ বছরের বোন ছোটবেলা থেকেই নাচে, গানে পারদর্শী। স্কুল সময় থেকেই তাঁর নাচ দেখে রীতিমত মুগ্ধ হত দর্শকবৃন্দ। আর তাই বড় হয়ে সেই নাচ এবং সঙ্গে মডেলিংকেই জীবিকা হিসেবে বেছে নিতে চেয়েছিলেন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাসিন্দা এক তরুণী। আর সেটাই কাল হল। বোনের নাচ-গান এবং মডেলিংয়ে প্রথম থেকেই আপত্তি ছিল দাদার। এদিকে যখন নৃত্যকলা এবং মডেলিংয়ে ধীরে ধীরে নাম কামাতে শুরু করেছে বোন তখন বোনের এই প্রতিভাকেই কার্যত অপরাধ বলে গণ্য করত দাদাসহ তরুণীর পরিবারের সকল সদস্যই। আর সেই অপরাধেই বোনকে যোগ্য শাস্তি দিতে সম্প্রতি তাঁকে গুলি করে খুন করল দাদা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পাকিস্তানের রাজধানী লাহোর থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে রেনালা খুর্দ ওকারা নামক এলাকায়।

জানা যাচ্ছে ওই এলাকার বাসিন্দা সিদ্রা সম্প্রতি স্থানীয় একটি পোশাকের ব্র্যান্ডের জন্য মডেলিং করেছিলেন। এছাড়া ফয়সালাবাদ শহরের থিয়েটারে সম্প্রতি তাঁর একটি নাচের অনুষ্ঠান হয়েছিল। বিষয়গুলিতে প্রথম থেকেই আপত্তি ছিল পরিবারের। সিদ্রার নাচগানের এই প্রতিভাকে বরাবরই পরিবারের ঐতিহ্যের পরিপন্থী বলে মনে করত তাঁর মা-বাবা ভাইসহ পরিবারের সব সদস্য। কিন্তু পরিবারের সদস্যদের কোনও ওজর আপত্তিই ধোপে টেকেনি পাকিস্তানের এই তরুণীর সামনে। যখন কোনও আপত্তিই সিদ্রাকে আটকাতে পারেনি তখন শেষমেষ পরিবারের সম্মান বাঁচাতে বোনকে গত সপ্তাহে গুলি করে খুন করেছে তাঁর দাদা।

পুলিশ সূত্রে খবর, গত সপ্তাহে পরিবারের সঙ্গে ঈদ পালন করতে ফয়সালাবাদ থেকে নিজের বাড়িতে এসেছিলেন সিদ্রা। বৃহস্পতিবার ঈদের অনুষ্ঠান মিটে যাওয়ার পর সিদ্রার সঙ্গে তাঁর বাবা-মা এবং ভাইয়ের সঙ্গে তুমুল তর্কাতর্কি শুরু হয়। পরিবারের আপত্তি থাকা সত্বেও কেন সিদ্রা মডেলিং এবং নাচ করছেন তার জন্য তাঁকে মারধরও করা হয় বলে অভিযোগ। এরপরেই সিদ্রাকে গুলি করে তাঁর দাদা। গুলির আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই তরুণীর। বোনের মৃত্যুর পর নিজেই থানায় গিয়ে অপরাধ স্বীকার করেছে সিদ্রার দাদা হামজা। অভিযুক্তের বিরুদ্ধে ইতিমধ্যেই খুনের মামলা দায়ের করা হয়েছে।

এই ঘটনা প্রসঙ্গে পুলিশ অফিসার ফ্রাজ হামিদ জানিয়েছেন, হামজা পুলিশকে জানিয়েছে সম্প্রতি তাদের এক আত্মীয় সিদ্রার নাচের ভিডিও তাকে ফরওয়ার্ড করে। সেই ভিডিওটি দেখে রাগে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে সে তার বোনকে গুলি করে হত্যা করেছে বলে জানিয়েছে। উল্লেখ্য চলতি বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানের এই ফয়সালাবাদেই একই রকমের একটি ঘটনা ঘটেছিল যেখানে ১৯ বছর বয়সী এক  নিত্যশিল্পীকে তাঁর প্রাক্তন স্বামী গুলি করে হত্যা করে। সেক্ষেত্রেও নাচ করার অপরাধেই ওই তরুণীকে হত্যা করা হয় বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + 20 =