ভারতের মাটিতে পাল্টা হামলা চালাবে পাকিস্তান? জরুরি বৈঠকে ইমরান

করাচি: নিজের ঘরে মার খাওয়ার পর এবার প্রত্যাঘাতের জন্য প্রস্তুতি শুরু করল পাকিস্তান৷ বালাকোট, চাকোতি এবং মুজফ্ফরাবাদে জয়েশ জঙ্গিদের তিনটি লঞ্চপ্যাড গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ইতিমধ্যেই সংসদের নিন্দা জানিয়েছে পাকিস্তান। জরুরি বৈঠকেও বসেছেন প্রধানমন্ত্রী ইমরান খান। মঙ্গলবার ভারতের হামলা প্রসঙ্গে পাক বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি বলেন, ‘‘এটা ভারতের আগ্রাসন। দায়িত্বপূর্ণভাবে ও কৌশলগতভাবে এর জবাব দেবে৷’’ পাক

ভারতের মাটিতে পাল্টা হামলা চালাবে পাকিস্তান? জরুরি বৈঠকে ইমরান

করাচি: নিজের ঘরে মার খাওয়ার পর এবার প্রত্যাঘাতের জন্য প্রস্তুতি শুরু করল পাকিস্তান৷ বালাকোট, চাকোতি এবং মুজফ্ফরাবাদে জয়েশ জঙ্গিদের তিনটি লঞ্চপ্যাড গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ইতিমধ্যেই সংসদের নিন্দা জানিয়েছে পাকিস্তান। জরুরি বৈঠকেও বসেছেন প্রধানমন্ত্রী ইমরান খান।

মঙ্গলবার ভারতের হামলা প্রসঙ্গে পাক বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি বলেন, ‘‘এটা ভারতের আগ্রাসন। দায়িত্বপূর্ণভাবে ও কৌশলগতভাবে এর জবাব দেবে৷’’ পাক বিদেশ মন্ত্রীর আরও মন্তব্য, ‘‘আমরা বিশ্বকে এটা বারবার বলছিলাম যে ভারত এরকম একটা কিছু করতে পারে। সেটাই এ বার তারা করে দেখাল। পাকিস্তানের উপর বিপদ ঘোরাফেরা করছে এটা দেখতে পাচ্ছি। পাকিস্তান বেঁচে আছে এবং তারা শক্তিশালী। আমরা একটা দায়িত্বশীল রাষ্ট্র। পাকিস্তান জানে কীভাবে তাদের স্বার্থ সুরক্ষিত করতে হবে৷’’

অন্যদিকে, সর্বদলীয় বৈঠকের ডাক দিলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ৷ দ্বিতীয় সার্জিক্যাল স্ট্রাইকের পরবর্তি পরিস্থিতি নির্ধারণের জন্য সর্বদল বৈঠকের ডাক দিয়েছেন সুষমা স্বরাজ৷ আজ, মঙ্গলবার বিকেল পাঁচটায় ওই বৈঠক হবে বলে জানা গিয়েছে৷

অন্যদিকে, সার্জিক্যাল স্ট্রাইকের পরবর্তি পরিস্থিতি নিয়ে এদিন সকালেইনিরাপত্তা সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠক করেন মোদি৷ উপস্থিত ছিলেন অরুণ জেটলি, নির্মলা সীতারামন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, রাজনাথ সিং ও সুষমা স্বরাজও৷ ওই বৈঠক থেকেই সর্বদলীয় বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়৷

বৈঠক শেষে সোজা রাষ্ট্রপতি ভবনের উদ্দেশে বেরিয়ে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সার্জিকাল স্ট্রাইক সম্পর্কে বিস্তারি তথ্য দিলেন রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দকে৷ আলোচনা করেন উপ রাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইড়ুর সঙ্গেও৷

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × three =