লাহোর: একাধিক মামলা দায়ের হয়েছিল তাঁর বিরুদ্ধে। পাক রেঞ্জার্স গ্রেফতার করেছিল তাঁকে। সেই নিয়ে উত্তাল হয়েছিল পাকিস্তান। সেই ইমরান খান এখন আপাতত জামিন মুক্ত। কিন্তু দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এই মুহূর্তে পাকিস্তান ভাগের প্রসঙ্গ তুলে হুঁশিয়ারি দিলেন। তাঁর দাবি, দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সরকার যদি না ভাবে তবে, ফের ভেঙে যাবে পাকিস্তান।
গ্রেফতার হওয়ার পর দেশের বর্তমান সরকার এবং প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বড় অভিযোগ করেছিলেন ইমরান খান। তাঁর দাবি ছিল, তাঁকে মেরে ফেলার চক্রান্ত করা হয়েছিল। মারধর থেকে শুরু করে মানসিক অত্যাচারও করা হয়েছে। এদিকে তাঁর দলের কর্মী-সমর্থকরা দেশের বিভিন্ন জায়গায় উত্তেজনা সৃষ্টি করেছিল। পাক বাহিনীর সঙ্গে তাদের সংঘাতও হয়। তবে ইমরানের জামিনে মুক্তি পরিস্থিতি কিছুটা শান্ত করেছে। কিন্তু এই আবহেই ইমরান দাবি করেছেন, দেশের বর্তমান অবস্থা নিয়ে সরকারকে ভাবতে হবে, নয়তো ১৯৭১ সালের মতো আবার দু-টুকরো হয়ে যাবে পাকিস্তান।
” style=”border: 0px; overflow: hidden”” title=”জ্বলছে পাকিস্তান! বিক্ষোভের জ্বলল পাক সেনা শিবির! জারি ১৪৪ ধারা! বর্তমানে কোথায় রয়েছে ইমরান?” width=”789″>
প্রসঙ্গত, শেষ কয়েকদিনে ইমরান সমর্থকদের রোষানলে পড়ে পাক বাহিনীর রাওয়ালপিন্ডির সেনা সদর দফতর, পাক সেনার লাহোরের কমান্ডারের বাড়ি, সহ একাধিক সেনা শিবির তছনছ হয়েছে। পিটিআই-এর সমর্থকেরা সেনাবাহিনীর সদর দফতরের ফটক ভেঙে জোর করে ঢুকে পড়ে। তারপরে সেখানে চলে তাণ্ডব, জ্বালিয়ে দেওয়া হয় সদর দফতর। শুধু রাওয়ালপিন্ডির এই সেনা দফতরেই নয় তান্ডব চলে লাহোর, করাচির সেনা নিবাসেও। সেখানে ভাঙচুর করা হয়, জ্বালিয়ে দেওয়া হয় আগুন।