ভারতকে অ্যাটম বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি পাকিস্তানের, দেখুন ভিডিও

করাচি: পুলওয়ামায় জঙ্গি হানার পর পাকিস্তানকে ভাতে মারার পথে বেশ খানিকটা এগিয়েছে ভারত৷ পাক পণ্যের উপর ২০০ শতাংশ কর চাপানো হয়েছে৷ ফলে, চূড়ান্ত বিপাকে পড়েছে পাকিস্তান৷ ফলে, আর্থিক ভাবে ব্যাপক ক্ষতির আশঙ্কায় এবার প্রতিহিসংসার পথেই হাটতে চলেছেন পাকিস্তানিরা৷ ব্যবসা বন্ধ হলে ভারতকে অ্যাটম বোমা মেরে উড়িয়ে দেওয়াও হুমকি দেওয়া হচ্ছে৷ তিন নদীর জল বন্ধের পর

ভারতকে অ্যাটম বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি পাকিস্তানের, দেখুন ভিডিও

করাচি: পুলওয়ামায় জঙ্গি হানার পর পাকিস্তানকে ভাতে মারার পথে বেশ খানিকটা এগিয়েছে ভারত৷ পাক পণ্যের উপর ২০০ শতাংশ কর চাপানো হয়েছে৷ ফলে, চূড়ান্ত বিপাকে পড়েছে পাকিস্তান৷ ফলে, আর্থিক ভাবে ব্যাপক ক্ষতির আশঙ্কায় এবার প্রতিহিসংসার পথেই হাটতে চলেছেন পাকিস্তানিরা৷ ব্যবসা বন্ধ হলে ভারতকে অ্যাটম বোমা মেরে উড়িয়ে দেওয়াও হুমকি দেওয়া হচ্ছে৷

তিন নদীর জল বন্ধের পর পাকিস্তানে আর টম্যাটো রপ্তানি করা হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে ভারত৷ তার জবাবে এক পাক সাংবাদিক হুঁশিয়ারি দিলেন, টম্যাটো না দিলে ভারতকে অ্যাটম বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে৷ পাক সাংবাদিকের হুমকি, ‘‘এই টম্যাটো আমরা রাহুল ও মোদীর মুখে ছুড়ে মারব৷ ভারত খুব নীচ ও খারাপ কাজ করছে৷ সময় এসে গিয়েছে৷ আমরা টম্যাটোর জবাব দেব অ্যাটম বোমা দিয়ে৷’’

ভারতকে অ্যাটম বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি পাকিস্তানের, দেখুন ভিডিও তবে, এই হুঁশিয়ারিতে ভয় পাওয়া তো দূরের কথা, হাসির খোরাক হয়ে উঠেছেন ওই সাংবাদিক৷  নেটিজেনদের একটা বড় অংশ শুরু করেছে তাঁকে নিয়ে ট্রোল করা৷ কেউ বলছেন, এটা শতাব্দীর সেরা জোক৷ কেউ বলছেন, আরও একটা জোক শোনান প্লিজ৷ কেউ বা আবার পাকিস্তানি টিভি চ্যানেল নিয়েই মন্তব্য করেছেন৷ তাঁদের বক্তব্য, এই সব টিভি চ্যানেলগুলো ভারতীয়দের মজা দেওয়ার জন্যই খোলা হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + 18 =