হঠাৎ আবার ভারতকে অভিনন্দন ‘খোঁচা’ পাকিস্তানের! নতুন ভিডিওতে আলোড়ন

হঠাৎ আবার ভারতকে অভিনন্দন ‘খোঁচা’ পাকিস্তানের! নতুন ভিডিওতে আলোড়ন

ইসলামাবাদ: অভিনন্দন বর্তমান। এই একটা নাম আজ দেশের প্রতিটা মানুষ জানে, এই ব্যক্তির মুখ প্রত্যেক নাগরিক চেনে। পুলওয়ামা হামলার পর পাকিস্তানের মাটিতে এয়ারস্ট্রাইক করে ভারত। তার পরবর্তী ক্ষেত্রে পাকিস্তান নিজের বায়ুসেনা পাঠায় ভারতের আকাশে। তখন পাকিস্তানের বিমান তাড়া করতে গিয়ে তাদের সেনাবাহিনীর কবলে আটকে পড়েন ভারতীয় বায়ুসেনার এই যোদ্ধা। তখন তাঁকে নিয়ে একাধিক ভিডিও ছেড়েছিল পাকিস্তান। সেই ভিডিও মারফত একটি বাক্য আজ লোকের মুখে মুখে ফেরে, “I’m not supposed to tell you this!” সেই ঘটনা অতীত হয়ে গিয়েছিল। কিন্তু এখন হঠাৎ আবার অভিনন্দন বর্তমানের নতুন ভিডিও শেয়ার করেছে পাকিস্তানের মিডিয়া। এর কারণ নিয়ে এখনো ধোঁয়াশা।

পাকিস্তানের তরফে যে নতুন ভিডিও প্রকাশ করা হয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে, এটি এমন ভিডিও যেটি আগে দেখানো হয়নি, এখানে ভারতীয় কমান্ডার এমন কথা বলছেন যা কেউ আগে কখনো শোনেননি। হঠাৎ মূল ঘটনার দু’বছর পর নতুন ভিডিও কেন প্রকাশ করা হলো তা নিয়ে এখন একাধিক প্রশ্নচিহ্ন উঠতে শুরু করেছে। যদিও পাকিস্তান মূলত ভারতকে খোঁচা দেওয়ার জন্যই এই ভিডিও ভাইরাল করেছে তা বলাই বাহুল্য কারণ, ভিডিওতে অনেক কাটছাঁট রয়েছে। প্রথমবার যে জায়গার ভিডিও ভাইরাল হয়েছিল, এবারেও সেই একই জায়গা থেকে এই ভিডিও ভাইরাল হয়েছে। সুতরাং বুঝা যাচ্ছে তখন যতগুলো ভিডিও করা হয়েছিল অভিনন্দন বর্তমানের, ততগুলো ভিডিও ভাইরাল করা হয়নি। তবে এখন হঠাৎ এই ভিডিও ভাইরাল করে পাকিস্তান কি লাভ পাবে, সেটা এখনও স্পষ্ট হচ্ছে না। 

প্রসঙ্গত, পাকিস্তানের হাতে বন্দী হবার পর প্রায় ৫৪ ঘন্টা পর দেশের মাটিতে ফিরতে সক্ষম হন বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। সেই সময় ব্যাপক রাজনৈতিক উত্তাপ বেড়ে গিয়েছিল দুই দেশের মধ্যে। তবে অভিনন্দন বর্তমানকে মুক্তি দিয়ে পাকিস্তান দাবি করেছিল তারা শান্তির বার্তা দিচ্ছে। যদিও পরবর্তী ক্ষেত্রে কোনরকম শান্তির পদক্ষেপ তাদের তরফ থেকে নেওয়া হয়নি। আন্তর্জাতিক মঞ্চে ও বারবার ভারতকে আঘাত করার চেষ্টা করেছে পাকিস্তান, চিনের সঙ্গে হাত মিলিয়ে কাশ্মীর ইস্যুতে নয়াদিল্লিকে চাপে ফেলার চেষ্টা করেছে ইসলামাবাদ সরকার। যদিও আখেরে কোন লাভ করতে পারেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *