নয়াদিল্লি ও করাচি: ভারতীয় মিগ-২১ বিমানের পাইলটকে বন্দি করে রেখেছে পাকিস্তান৷ আটক পাইলটের সঙ্গে যাতে খারাপ ব্যবহার না করা হয়, সেই বিষয়ে সোচ্চার হলেন পাকিস্তানিরাই৷ টুইটারে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ভাইঝি ফতিমা ভুট্টো থেকে শুরু করে সাংবাদিক মনসুর আলি খান আটক ভারতীয় বায়ুসেনা আধিকারিকের উপর ওপর কোনওরকম অত্যাচার যাতে না হয়, তার দাবি করেছেন অনেকেই৷ আটক পাইলটের সঙ্গে একজন সেনা অফিসারের মতোই ব্যবহার করতে আওয়াজ উঠেছে পাকিস্তানের৷ যত তাড়াতাড়ি সম্ভব তাঁকে ভারতে ফেরত পাঠানোর কথাও বলেছেন অনেকে৷
অন্যদিকে, নিখোঁজ পাইলটের খোঁজে তথ্য জানতে চেয়ে পাক রাষ্ট্রদূত সইদ হায়দার শাহকে তলব করল বিদেশ মন্ত্রক৷ অবিলম্বে গোটা ঘটনার তদন্ত রিপোর্ট জমা দিতেও নির্দেশ দেওয়া হয়েছে৷ তবে, জবাব চাওয়া হলেও থেমে নেই ভারত৷ বিভিন্ন সূত্র কাজে লাগিয়ে চলছে সন্ধান৷
Please note there are many Pakistani voices calling for the Indian airforce pilot in custody to be treated with dignity.
— fatima bhutto (@fbhutto) February 27, 2019
সংবাদ মাধ্যমকে এই মুহূর্তে তাঁর সঙ্গে যোগাযোগ না করার আর্জি জানালেন পাকিস্তানে আটক পাইলট অভিনন্দনের বাবা অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল। তিনি জানান, ছেলে অভিনন্দনের বিষয় কোনও তথ্যই তাঁর পক্ষে এই মুহূর্তে দেওয়া সম্ভব নয়৷
বুধবার সকালেই জানা গিয়েছিল পাক বায়ুসেনার একটি যুদ্ধ বিমান মেরে নামিয়েছে ভারতীয় বায়ুসেনা। পরে বিকেলে সাংবাদিক বৈঠক করে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রভীশ কুমার জানান, পাকিস্তানের এই বিমানটিকে মেরে নামানোর পর, ভারতীয় বায়ুসেনার এক জন পাইলট এখনও পর্যন্ত নিখোঁজ৷ পাকিস্তান দাবি করেছে, ওই পাইলট তাদের হেফাজতে রয়েছে। এ ব্যাপারে আরও তথ্য সংগ্রহ করছে নয়াদিল্লি।
The captured Indian pilots should be given the respect that a serving officer deserves. We are a nation that honors the brave. #PakistanArmyZindabad
— Mansoor Ali Khan (@_Mansoor_Ali) February 27, 2019
এদিন সংক্ষিপ্ত সাংবাদিক বৈঠক ডেকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রভীশ কুমার জানান, ‘‘গোটা অভিযানে আমরা একটি মিগ বিমান হারিয়েছি। পাকিস্তানের দাবি, সেই বিমানের পাইলট তাদের কাছে রয়েছে৷ সকালে পাক বিমান হামলার চেষ্টা করলেও ব্যর্থ হয়৷’’
এই হমলার পর পাক সেনার মুখপাত্র দাবি করে, ২ জন IAF পাইলটকে গ্রেফতার করা হয়েছে। একজন আহত হয়ে হাসপাতালে ভর্তি। অপরজন বিপন্মুক্ত। পাকিস্তানের এই দাবির ভিত্তিতে গোটা ঘটনার ব্যাখা দেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রভীশ কুমার৷