বালাকোট বিপর্যয় কাটিয়ে আকাশসীমা খুলে দিল পাকিস্তান

করাচি: বালাকোট বিমান হানার পর মঙ্গলবার তাদের আকাশসীমা খুলে দিল পাকিস্তান৷ এখন সব ধরনের বিমান পাকিস্তানের ওপর দিয়ে উড়তে পারবে৷ গত ফেব্রুয়ারিতে বালাকোটে ভারতীয় বায়ুসেনার হানার পর থেকে আকাশপথ বন্ধ করে দেয় পাকিস্তান৷ এর আগে ভারত এই নিষেধাজ্ঞা তোলার জন্য অনুরোধ জানিয়েছিল প্রতিবেশী দেশকে৷ পাতিস্তানের শর্ত ছিল, যদি ভারত তাদের সীমান্তের অগ্রবর্তী ঘাঁটি থেকে যুদ্ধবিমান

বালাকোট বিপর্যয় কাটিয়ে আকাশসীমা খুলে দিল পাকিস্তান

করাচি: বালাকোট বিমান হানার পর মঙ্গলবার তাদের আকাশসীমা খুলে দিল পাকিস্তান৷ এখন সব ধরনের বিমান পাকিস্তানের ওপর দিয়ে উড়তে পারবে৷ গত ফেব্রুয়ারিতে বালাকোটে ভারতীয় বায়ুসেনার হানার পর থেকে আকাশপথ বন্ধ করে দেয় পাকিস্তান৷

এর আগে ভারত এই নিষেধাজ্ঞা তোলার জন্য অনুরোধ জানিয়েছিল প্রতিবেশী দেশকে৷ পাতিস্তানের শর্ত ছিল, যদি ভারত তাদের সীমান্তের অগ্রবর্তী ঘাঁটি থেকে যুদ্ধবিমান সরায়, তবেই তারা অনুরোধ মানবে৷ ভারত তাতে সম্মত হয়েছিল৷ এতদিন ১১টি আকাশপথের মধ্যে মাত্র দুটি ভারতের জন্য খোলা ছিল৷ এর আগে কাজাখস্তানের বিশকেকে শীর্ষ বৈঠকে যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য আকাশ ব্যবহারের অনুমতি দিয়েছিল পাকিস্তান৷ মোদি অবশ্য শেষপর্যন্ত পাক আকাশ ব্যবহার করেননি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four − 3 =