পেশোয়ার: সোমবার দুপুরে পেশোয়ারের পুলিশ লাইন এলাকায় এক মসজিদে প্রার্থনার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গিয়েছিল যে ১৭ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০! তবে এই সংখ্যাও যে পরে বাড়তে পারে তার আশঙ্কা রয়েছে। কারণ বিস্ফোরণের সময়ে মসজিদে ৪০০ জনের বেশি লোক ছিল বলে খবর।
আরও পড়ুন- বদলে গেল রাষ্ট্রপতি ভবনের বিখ্যাত বাগানের নাম! মুঘল গার্ডেন এখন থেকে ‘অমৃত উদ্যান’
বিস্ফোরণের জেরে মসজিদের একাংশ ভেঙে পড়ে এবং তার কারণেই আরও বেশি মৃত্যু হয়েছে বলে অনুমান। যদিও কত জন ওই ধ্বংসস্তূপের নীচে রয়েছেন, এখনও তার নিশ্চিতভাবে বলা যাবে না। তবে সূত্রের খবর, এই মুহূর্তে ৫০ জন হাসপাতালে চিকিৎসাধীন। আর এটাও জানা গিয়েছে, পেশোয়ারের ওই মসজিদে প্রার্থনা চলাকালীন আত্মঘাতী হামলা চালানো হয়েছিল। এখনও পর্যন্ত যাঁদের মৃত্যু হয়েছে তাঁদের মধ্যে রয়েছেন ২৭ জন পুলিশকর্মী। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এক আত্মঘাতী জঙ্গি ওই মসজিদে ঢুকে বিস্ফোরণ ঘটিয়েছিল। তেহরিক-ই-তালিবান পাকিস্তান জঙ্গিগোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে।
অর্থনৈতিকভাবে একদমই ভালো যাচ্ছে না ভারতের পড়শি দেশ পাকিস্তানের পরিস্থিতি। দিন দিন দাম বেড়ে যাচ্ছে একাধিক সামগ্রীর। এই অবস্থায় আবার জঙ্গি হামলার ঘটনা স্বাভাবিকভাবে দেশের পরিস্থিতি আরও খারাপ করে দিয়েছে। এই হামলার ঘটনার তীব্র নিন্দা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান।