গ্রেফতারি পরোয়ানা জারি হল সন্ত্রাসবাদী মাসুদ আজহারের বিরুদ্ধে

যদিও এই মুহূর্তে মাসুদ আজহার কোথায় আছেন তা নিয়ে ধোঁয়াশা বেড়েই চলেছে দিন দিন।

লাহৌর: গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে কুখ্যাত সন্ত্রাসবাদী মাসুদ আজহারের বিরুদ্ধে। এই নির্দেশ দিয়েছে পাকিস্তানের সন্ত্রাসবাদ-বিরোধী আদালত। তবে শুধুমাত্র জইশ-ই-মহম্মদ প্রধানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়নি, জারি হয়েছে সংগঠনের আরও বেশ কয়েকজন জঙ্গির বিরুদ্ধে। যদিও এই মুহূর্তে মাসুদ আজহার কোথায় আছেন তা নিয়ে ধোঁয়াশা বেড়েই চলেছে দিন দিন। তবে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে পাকিস্তানেই রয়েছেন তিনি।

পুলওয়ামা হামলা সহ ভারতবর্ষে একাধিক হামলার মূল চক্রী হিসেবে পরিচিত জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহার। মূলত জম্মু-কাশ্মীরে হামলার পরেই তাকে নিয়ে ব্যাপক কোণঠাসায় পড়ে যায় পাকিস্তান। জইশের বিরুদ্ধে অভিজান শুরু করে পঞ্জাব পুলিশ। পরবর্তী ক্ষেত্রে লাহৌর থেকে ১৩০ কিলোমিটার দূরে গুজরানওয়ালার ‘সেফ হাউস’ থেকে গ্রেফতার করা হয়েছিল ৬ জইশ নেতাকে। তাদের কাছে মেলে বিপুল পরিমাণ অর্থ। পরে ধৃতদের বিরুদ্ধে আদালতে পেশ হয় চার্জশিট। গুজরানওয়ালার আদালতে মামলাটি করেছিল পাকিস্তানের পঞ্জাব প্রদেশের কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি)। উল্লেখ্য, ২০০১ সালে সংসদে হামলা, ২০০৮ সালে মুম্বই হামলা, ২০১৬-য় পঠানকোট হামলা এবং ২০১৯ সালে লোকসভা নির্বাচনের ঠিক আগেই পুলওয়ামা নাশকতার মাস্টারমাইন্ড মাসুদ। তাকে আন্তর্জাতিক জঙ্গি আখ্যা দিয়েছে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ। 

এদিকে কিছুদিন আগেই জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় ফের নিরাপত্তা বাহিনীর উপর হামলা চালায় জঙ্গিরা। মোট ৮ আহতের মধ্যে সকলেই স্থানীয় বাসিন্দা। তাঁদের মধ্যে ৬ জনের আঘাত গুরুতর হওয়ার জীবনহানির আশঙ্কা হয়। পুলওয়ামা জেলার ত্রাল এলাকার বাজারের রাস্তায় টহল দিচ্ছিলেন আধাসেনার জওয়ানেরা। ত্রাল বাস স্ট্যান্ডের সামনে তাঁদের লক্ষ্য করে আচমকা গ্রেনেড ছোড়ে জঙ্গিরা। কিন্তু সেটি লক্ষ্যভ্রষ্ট হয়ে বাস স্ট্যান্ড লাগোয়া একটি দোকানের সামনে পড়ে ফেটে যায়। প্রসঙ্গত, ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় আত্মঘাতী হামলা চালিয়েছিল পাকিস্তানের জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মহম্মদ। সিআরপিএফ কনভয়ে প্রায় ১০০ কেজি বিস্ফোরক বোঝাই একটি গাড়ির সাহায্যে বিস্ফোরণ ঘটানো হয়। ওই হামলায় নিহত হয়েছিলেন ৪৪ জন সিআরপিএফ জওয়ান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *