নয়াদিল্লি: চাপে পড়ে অবশেষে ভারতীয় পাইলটকে মুক্তি দিতেল চলেছে পাকিস্তান৷ তবে, আলোচনার শর্তে এই মুক্তি মিলবে বলে বৃহস্পতিবার জানিয়েছেন পাক বিদেশ মন্ত্রী শাহ মাহমুদ কুরেশি৷ সংবাদমাধ্যমে তিনি জানান, পাকিস্তান ভারতের দাবি ক্ষতিয়ে দেখছে৷ শান্তিপ্রক্রিয়ায় চালিয়ে যাওয়ার কারণে অভিনন্দনকে মুক্তি দেওয়া হবে৷ তবে, বসতে হবে আলোচনায়৷
সূত্রের খবর, সব ঠিকঠাক থাকলে খুব দ্রত ভারতীয় বাসুয়েনার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানকে ছেড়ে দিতে পারে পাকিস্তান৷ সেই প্রক্রিয়া শুরু হয়েছে বলেও খবর৷ ভারতীয় পাইলটকে মুক্তি দেওয়ার জন্য ভারতের সঙ্গে আলোচনায় বসতেও রাজি পাকিস্তান৷ ভারতের দেওয়া ডসিয়ারের প্রাপ্তি শিকার করে পাক বিদেশমন্ত্রীর তরফে জানানো হয়েছে, ভারতীয় পাইলটের মুক্তি চাইলে বসতে হবে আলোচনায়৷
Sources: Pakistan is trying to create a Kandahar type pressure but India will not give in, there will be no deal or talks on Wing Commander #AbhinandanVartaman‘s release. https://t.co/UdYTZwhxHg
— ANI (@ANI) February 28, 2019
অন্যদিকে, পাকিস্তানে বন্দি ছেলে৷ তবুও, ভেঙে পড়েননি বাবা৷ উল্টে ছেলের জন্য গর্ব অনুভব হচ্ছে বলে সাফ জানিয়ে দিলেন অভিনন্দনের বাবা৷ সংবাদ মাধ্যমে আটক পাইলটের বাবার মন্তব্য, ‘ছেলের জন্য গর্ব হচ্ছে৷ অভিনন্দনের জোশ দেখে অভিভূত আমি৷’’
ভারতীয় বায়ুসেনার পাইলট উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানের বাবাও প্রাক্তন বায়ুসেনা অফিসার।ল অবসরপ্রাপ্ত এয়ার মার্শল আশাবাদী যে তাঁর ছেলে নিরাপদে এবং সুরক্ষিতভাবেই ফিরে আসবেন। পাকিস্তান সংযত আচরণ দেখাবে বলেই আশাবাদী তিনি।
সংবাদ সংস্থা সূত্রে খবর, পাক যুদ্ধ বিমানের পিছু নিতে গিয়ে পাকিস্তানে আকাশসীমায় ঢুকে পড়েন অভিনন্দন৷ পরে, তাঁর বিমান ধ্বংস করা হয়৷ পরিস্থিতি বেগতিক বুঝে মাটিতে লাফিয়ে পড়েন তিনি৷ গোটা ঘটনাটি স্থানীয় পাকিস্তানিদের নজরে আসে৷ অভিনন্দনকে জেরাও করেন স্থানীয়রা৷ হামলাও করা হয়৷ কিন্তু, স্থানীয়দের হাত থেকে নিজেকে রক্ষাও করেন তিনি৷ চালান গুলি৷ ভারতীয় পাইলটের জোশ দেখে আপ্লুত হয় পাক প্রশাসনের কর্তারা৷ পরে, তাঁকে বন্দি করা হয়৷ প্রশাসনের তরফেও তাঁকে হেনস্তা ও আক্রমণ করা হয়৷