আইএমএফ থেকে আর্থিক সাহায্য নিতে গিয়ে এটা কী করল পাকিস্তান?

Pakistan financial row চরম আর্থিক সংকটে ভুগছে পাকিস্তান। যাকে ভিখারির দশা বললেও কম বলা হয়। এমনিতেই পাকিস্তানের বহু মানুষ সৌদি আরবে গিয়ে ভিক্ষা করছেন বলে…

Pakistan financial row

Pakistan financial row

চরম আর্থিক সংকটে ভুগছে পাকিস্তান। যাকে ভিখারির দশা বললেও কম বলা হয়। এমনিতেই পাকিস্তানের বহু মানুষ সৌদি আরবে গিয়ে ভিক্ষা করছেন বলে খবর হয়েছে। দু’বেলা আহার জোগাড় করতে পাকিস্তানের বড় অংশের মানুষকে হিমশিম খেতে হচ্ছে। এই পরিস্থিতিতে আইএমএফ থেকে আর্থিক সাহায্য নিতে গিয়ে পাকিস্তানকে যে পদক্ষেপ করতে হয়েছে তা নিয়ে চতুর্দিকে ছিঃ ছিঃ রব উঠে গিয়েছে।

IMF aid

এতটাই খারাপ অবস্থার মধ্যে তারা পড়েছে যে, দেড় লক্ষ সরকারি চাকরির পদ ছেঁটে ফেলতে হয়েছে ইসলামাবাদকে। ঘুরে দাঁড়ানোর জন্য আইএমএফের থেকে ৭ বিলিয়ন মার্কিন ডলার আর্থিক সাহায্য চেয়েছে পাকিস্তান। সেই টাকা দেওয়ার শর্ত হিসেবেই এই বিপুল সংখ্যক সরকারি পদ ছেঁটে ফেলতে হয়েছে পাকিস্তানকে। সেই সঙ্গে পাকিস্তান সরকারকে ছ’টি মন্ত্রকও ছেঁটে ফেলতে হয়েছে।

Pakistan financial row

Financial aid

এই আর্থিক সাহায্য করার সময় আইএমএফ শর্ত দিয়ে জানিয়েছিল সামান্য টাকাও অকারণে বাড়তি খরচ করতে পারবে না পাকিস্তান। আয়করের মাধ্যমে জিডিপি বাড়াতে হবে তাদের। সেই সঙ্গে অতিরিক্ত কর আদায়ের জন্য কৃষি এবং রিয়েল স্টেট-সহ বিভিন্ন ক্ষেত্রে কর চাপানোর কথাও বলেছে আইএমএফ। বিভিন্ন ক্ষেত্রে পাকিস্তান সরকার যে বিপুল ছাড় দিয়ে থাকে সেগুলিও কমানোর কথা বলা হয়েছে। তাই প্রথম দফায় ১ বিলিয়ন ডলার টাকা হাতে পাওয়ার পরই শর্ত পালনের প্রক্রিয়া শুরু করে দিয়েছে ইসলামাবাদ।আইএমএফ-এর স্পষ্ট কথা, যে দেশের আর্থিক দুর্দশা এই পর্যায়ে গিয়েছে তাদের সামান্যতম বিলাসিতাও মানায় না।

Pakistan government layoffs

আর্থিক সাহায্য নেওয়ার জন্য পাকিস্তানকে যে শেষ পর্যন্ত এই পথে হাঁটতে হবে সেটা কেউ ভাবতেও পারেনি। এভাবে মাথা নীচু করে তাদের আর্থিক সাহায্য নিচ্ছে? বিপুল সংখ্যক কর্মীকে ছেঁটে ফেলতে হচ্ছে? ওয়াকিবহাল মহল মনে করছে এতে পাকিস্তান কার্যত আইএমএফের হাতের পুতুল হয়ে গিয়েছে। আগামী দিনে বিষয়টি কোন দিকে গড়ায় এখন সেটাই দেখার।

 

আরও পড়ুন-

মধ্যপ্রাচ্যের সঙ্কটের মধ্যে এবার কোন মারাত্মক আশঙ্কা করছেন বাইডেন? কী করতে পারে ইজরায়েল?

ইরান ইসরাইল যুদ্ধ : ভারতের ‘শিরে সংক্রান্তি’! তেল-খাবারের এতো দাম? 

পরবর্তী টার্গেটে কে? স্পষ্ট জানাল ইজরায়েল! শোরগোল আন্তর্জাতিক মহলে

ইজরায়েলের উপর ক্ষেপনাস্ত্র হামলা ইরানের, ‘মূল্য চোকাতে হবে’, হুঙ্কার নেতানিয়াহুর