করাচি: আমেরিকা, ফ্রান্স এবং ব্রিটেনের প্রস্তাব মেনে পাকিস্তানি জঙ্গি মাসুদ আজহারকে বিশ্ব সন্ত্রাসবাদী বলে চিহ্নিত করল রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ। এবার চিন তাদের আপত্তি তুলে নিয়েছিল। পুলওয়ামায় জঙ্গি হামলার পরেই জৈশ এ মহম্মদ প্রধান মাসুদ আজহারকে নিষিদ্ধ করার দাবি জানানো হয়েছিল নিরাপত্তা পরিষদে।
নিরাপত্তা পরিষদের এই সিদ্ধান্তকে নিজেদের বিপুল জয় বলে জানিয়েছে পাকিস্তান। পাকিস্তানের বিদেশমন্ত্রকের মুখপাত্র মহম্মদ ফয়সাল জানিয়েছেন, ভারতের ভিত্তিহীন প্রচার, রাজনৈতিক অভিসন্ধি, মাসুদকে কাশ্মীরীদের বৈধ সংগ্রামের সঙ্গে যুক্ত করার চেষ্টা পরাজিত হয়েছে। প্রস্তাবে ওই সব কথা বদা দেওয়া হয়েছে। তিনি বলেন, তারা অবিলম্বে মাসুদকে নিষিদ্ধ ঘোষণা করবেন।
Spokesperson for US Mission in the United Nations: US welcomes the addition of #MasoodAzhar to UN 1267 list. This listing requires all UN member states to implement an assets freeze, a travel ban, & an arms embargo against Azhar.We expect all countries to uphold these obligations
— ANI (@ANI) May 2, 2019
তার বিদেশ যাওয়া নিষিদ্ধ হবে। অস্ত্রের ওপর নিষেধাজ্ঞা জারি করা হবে। আগে পাকিস্তানকে নিন্দিত করার চেষ্টা করা হয়েছিল বলে এই প্রস্তাবে সবার সম্মতি পাওয়া যায়নি। এবার সবরকম রাজনৈতিক প্রসঙ্গ এবং পুলওয়ামার সঙ্গে এটাকে জড়ানোর কোনও চেষ্টা হয়নি বলেই মাসুদকে নিষিদ্ধ করা হয়েছে সর্বসম্মতভাবে। তিনি বলেন, কাশ্মীরের “স্বাধীনতা সংগ্রাম”কে পাকিস্তান সমর্থন করে যাবে। এটাকে ভারতের জয় বলে দেখতে নারাজ তারা।