‘আসুন বিনিময় প্রথায় ব্যবসা করি’! পাকিস্তানের অদ্ভুত প্রস্তাব পুতিনকে

কলকাতা: পাকিস্তানের অদ্ভুত প্রস্তাব রাশিয়ার কাছে৷ যা শুনে হেসেই খুন মস্কো৷ ভারতকে টেক্কা দিয়ে ব্যবসার কোনও প্রস্তাব সরাসরি পুতিনকে দিলেন নাকি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ?…

কলকাতা: পাকিস্তানের অদ্ভুত প্রস্তাব রাশিয়ার কাছে৷ যা শুনে হেসেই খুন মস্কো৷ ভারতকে টেক্কা দিয়ে ব্যবসার কোনও প্রস্তাব সরাসরি পুতিনকে দিলেন নাকি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ? কাজখাস্তানের রাজধানী আস্তানায় ‘সাংহাই কো-অপারেশন অর্গানাইজ়েশন (এসসিও)’-এর শীর্ষ সম্মেলনের আসর বসেছিল বৃহস্পতিবার। তার আগেই সেখানে পৌঁছে গিয়েছিলেন প্রতিনিধি দেশের প্রধান এবং প্রতিনিধিরা।

পাকিস্তান এবং রাশিয়াও সেই সম্মেলনে যোগ দিয়েছিল। দুই দেশের প্রধানই এসসিও সম্মেলনে যোগ দিতে যান। একান্ত সাক্ষাৎকারেও বসেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই বার্তালাপ চলাকালীনই নাকি পাকিস্তানের তরফে এমন বাণিজ্যিক প্রস্তাব দেওয়া হয়েছে, তা শুনে শুধু রাশিয়া নয় হাসছে গোটা বিশ্ব। এ নিয়ে বিভিন্ন গুঞ্জনও উঠেছে রাজনৈতিক মহলে।

বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, বৈঠক চলাকালীন প্রথমেই পাকিস্তানে খনিজ তেল পাঠানোর জন্য পুতিনকে ধন্যবাদ জানান শাহবাজ। ভবিষ্যতেও যাতে রাশিয়ার তরফে পাকিস্তানে তেলের জোগান অব্যাহত থাকে, তা নিয়ে কথা হয়। সেই সময়ই পুতিনকে নাকি বিনিময় প্রথার প্রস্তাব দিয়ে বসেছেন শাহবাজ়। পাশাপাশি, পঞ্চাশ এবং সত্তরের দশকে কী ভাবে দু’দেশের মধ্যে বিনিময় প্রথার মাধ্যমে ব্যবসা-বাণিজ্য হত, তা-ও মনে করিয়ে দিয়েছেন। আর পাকিস্তানের এ হেন প্রস্তাবেই যথারীতি হাসির রব উঠেছে রাশিয়ার বিভিন্ন মহলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *